Friday, December 1, 2023

খাওয়া নিয়ে ঝামেলা, বড় নিয়ে চলে গেল বরযাত্রী!

Trouble with eating, the groom left with the big one!
#নিউজ ডেস্কঃ সবে আসর জমে উঠেছিল বিয়ে হবে বলে। আর অন্যদিকে বরযাত্রীরাও খেতে চলে যান। কিন্তু  হঠাৎই সেখানে খাওয়া নিয়ে শুরু হয় তুমুল ঝামেলা, একপর্যায়ে মারামারি ও হাতাহাতিতে পৌঁছে যায় পরিস্থতি। তাই ছাতনা তলা থেকে সোজা বরকে তুলে নিয়ে চলে যায় বরযাত্রী।

ঘটনাটি ঘটেছে, রবিবার (Sunday)  বিহারের (Bihar) পূণিয়া জেলার ঈশ্বরতলিয়া গ্রামে। পরে অবশ্য আর কোন উপায়ন্তু খুঁজে না পেয়ে নিজেদের মেয়ের লগ্লভ্রষ্ট  হওয়ার ভয়ে কনে পক্ষ পুলিশে(Police) দ্বারস্থ হয়। তবে বিষয়টি পরিষ্কার নয়, কেনই বা খাওয়া নিয়ে বিবাদ সৃষ্টি হলো।

 

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনে পক্ষ বর পক্ষের  কাছে কিছু একটা মিটিয়ে নেবার জন্য বলছিলো। কিন্তু বর পক্ষ তা মানতে নারাজ ছিল। হয়তো সেখান থেকেই ঝামেলার উৎপত্তি। কিন্তু পাত্রী পক্ষের হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা বর যাত্রীকে  শত বোঝানোর চেষ্টা করলেও কনেকে বিয়ে করতে রাজি হননি বর। তারা সোজা নিজেদের বাড়ির দিকে রওনা হয়।

#আরও পড়ুনঃ ভিডিও করতে এসে আকাশ থেকে পড়ে মৃত্যু টিকটক স্টার এর

আপনার জন্য
WhatsApp Logo