#নিউজ ডেস্কঃ কোন হিন্দু যদি আমাকে ভোট না দেয় তাহলে তার শিরায় মুসলমানের রক্ত বইছে। উত্তর প্রদেশের(Uttar Pradesh) বিজেপি (BJP) বিধায়ক তথা রাঘব বৈদ্য প্রতাপ সিং এর এমন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। তার সেই তথাকথিত ভিডিও (Video) রীতিমতো ভাইরাল(Vira) এখন।
ডোমরিয়াগঞ্জের (Domriyaganj) স্থানীয় বিজেপি বিধায়ক তথা হিন্দু বাহিনীর দায়িত্বপ্রাপ্ত নেতা আরও বলেন, কোন মুসলমান কি আমাকে ভোট দেবে? না তো, তাই কোন হিন্দু যদি আমাকে ভোট না দেয় তাহলে ধরতে হবে তার শিরায় মুসলমানের রক্ত বইছে।
তিনি আরো বলেন, এক বার বলেছি, এরপরেও যদি কেউ আমার কথা না শুনে তাহলে তাকে আমি পরে বুঝে নেবো। এ অপমান সয্য করবো না আমি।
যদিও রাঘব সিং এর এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হবার পর তিনি তার সাইফাই গাইতে গিয়ে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাঁচ দিন আগে এই মন্তব্য করেছিলাম। কিন্তু এটি ছিল অন্য প্রসঙ্গে। আমি কাউকে ভয় দেখাবার জন্য বলিনি। অতীতের সাথে তুলনা করতে গিয়ে একথা বলেছি আমি। বলেন, উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক রাঘব বৈদ্য প্রতাপ সিং।
উল্লেখ্য, ডোমরিয়াগঞ্জে প্রায় ২ লক্ষের কাছাকাছি মুসলিম ভোটার রয়েছে। বিজেপি বিধায়কের মুসলিম ভোটারদের প্রবাবিত করার ভিডিও (video) রিতিমত ভাইরাল এখন।
#আরো পড়ুনঃ একসঙ্গে তিন ভাই তিন বউকে ডিভোর্স!