Instagram: ইনস্টাগ্রাম ব্যবহার করেন? তাহলে এবার আপনাকে গুনতে হবে টাকা, জানালো কর্তৃপক্ষ
বিস্তারিতঃ এতোদিন সোশ্যাল মিডিয়া (ইনস্টাগ্রাম) বিনামূল্যেই ব্যবহার করা হতো। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহার করার জন্য আপনাকে গুনতে হবে টাকা! তাহলে আপনি কি করবেন? ইনস্টাগ্রাম ব্যবহার করবেন আপনি! নাকি একদমই করবেনা?
শনিবার ইনস্টাগ্রামের একটি টুইটার (Twitter) হ্যান্ডেল থেকে পোস্ট করে তেমনি একটি তথ্য জানানো হয়। যাতে বলা হয়েছে, এবার থেকে কোন ইনস্টা ব্যবহারকারী কারো পোষ্ট (Post), ছবি (picture) কিংবা ভিডিও (Video) দেখতে চাইলে তাকে সাবস্ক্রিপশন (subscription) নিতে হবে। এমনকি Rell দেখার ক্ষেত্রেও।
কম্পানিটি জানায়, কোন ব্যবহারকারী যদি এই সাবস্ক্রিপশন (subscription) নিতে চায় তাহলে তাকে দিতে হবে $0.99 বা $99.00 ডলার (dollar) অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাড়ায় ৭৩ টাকা থেকে শুরু করে ১৭,৫০০ টাকা পর্যন্ত।
কম্পানিটি বলে, এই টাকা সাধারণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিতে হবেনা। একমাত্র যাদের ফলোয়ার (follower) প্রচুর রয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ কোন ইনস্টা ব্যবহারকারী যদি কোন সেলিব্রেটি (Celebrity) বা কোন ইনস্টা ইনফ্লুয়েন্সারদের (Influencer) ছবি (picture) ভিডিও ( video) কিংবা যদি তাদের রীল (Rell) দেখতে চায় তাহলে তাকে এই মাসিক সাবস্ক্রিপশনটি নিতে হবে।
এর কারণ হিসেবে ইনস্টাগ্রাম (Instagram) কর্তৃপক্ষ জানায়, ক্রিয়েটররা (Creator) যাতে আরো বেশি টাকা কামাতে পারে তার জন্যই সাবস্ক্রিপশনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। YouTube এ এই সিস্টেমটি অনেক আগে থেকেই রয়েছে যা কিনা ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের জন্যও জরুরী। জানায় কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই US এ ১০ জন ইনস্টাগ্রাম (Instagram) ক্রিয়েটরদের জন্য এই পেইজ সাবস্ক্রিপশনটি চালু করা হয়েছে। যাতে করে সুবিধা হবে অনেক ইনস্টা ক্রিয়েটরদের। জানায় Facebook Meta কম্পানি।
আরো পড়ুনঃ প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ৮ লাখ টাকা খোয়ালেন প্রেমিক!