#বিস্তারিতঃ টুয়েলো শহরে বসবাসরত ৬৯ বছর বয়সী এক বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার করা হয় তার স্বামীর মৃতদেহ। তাও আবার ডিপ ফ্রিজের ভেতর থেকে।
ঘটনায় স্থানীয়রা জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই ৭৫ বছর বয়সী স্যারুনার ম্যাথানস‘কে (Sarunar Mathans) ‘খুঁজে পাওয়া যাচ্ছিল না তারই এলাকায়। এবং এই বিষয়ে তার স্ত্রী পল এডোয়াড স্যারুনাকে (Edward Sarunak) জিজ্ঞাসাবাদ করা হলে স্থানীয়দের কথার উত্তরে তিনি কিছুই জানান না।
এর পরেই স্থানীয়রা ওই বৃদ্ধ ব্যক্তির দীর্ঘকালীন কোন খোঁজ খবর না পেয়ে হানা দেয় তার বাড়িতে। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধ মহিলা। খবর দেওয়া হয় পুলিশে। এবং পুলিশ আসলে জানা যায় বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছে। কিন্তু তাজ্জব ঘটনাটি তখন ঘটে.. যখন পুলিশ দেখতে পায় বাড়ির একটি ফ্রিজের ভিতরে তার স্বামীর মৃতদেহ রয়েছে তাও আবার সম্পুর্ন অক্ষত ভাবে। ঘটনায় চমকে যায় স্থানীয়রা!
যদিও বৃদ্ধ মহিলাটি কিভাবে মারা গেল বা তিনি তার স্বামীকে এতো বছর ধরে কেনই বা ফ্রিজের ভেতরে রেখেছিলেন সেটা রহস্যই থেকে যায়। তবে পুলিশ (police) এই বিষয়ে তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে।
আরো পড়ুনঃ মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য অভাবে ATM লুট বাবার!