Saturday, December 2, 2023

স্বামীকে না জানিয়ে মোবাইল ফোন কেনায় স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামীর!

Attempted to murder: স্বামীকে না জানিয়ে মোবাইল ফোন কেনায় স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামীর!  

চিত্রঃ সংগৃহীত।

বিস্তারিতঃ   করোনা অতিমারিতে বাচ্চাদের অনলাইন ক্লাস (Online class) করার জন্য স্বামীর কাছে মোবাইল কেনার বায়না ধরেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী সাফ জানিয়ে দেন তিনি মোবাইল কিনে দিতে পারবে না। অবশেষে কোন উপায়ন্তু খুঁজে না পেয়ে নিজের জমানো টাকা দিয়েই স্মার্ট ফোন (Smartphone) কিনেন স্ত্রী। 

কিন্তু নিজের জমানো টাকা দিয়ে স্মার্ট ফোন কিনেও রেহাই হয়নি তার! বিষয়টি স্বামী জানতে পেরে তাকে সন্দেহের চোখে দেখে। এতো টাকা কোথায় পেল তার স্ত্রী! প্রশ্ন উঠতে থাকে তার মনে।

অবশেষে প্রচন্ড রাগে  শুক্রবার (Friday) রাতে  দুষ্কৃতী ভাড়া করে স্বামী প্রাণঘাতী হামলা চালায় স্ত্রীর উপর।

ঘটনাটি ঘটেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলা নরেন্দ্র পুর থানা এলাকায়। পরে ওই মহিলার চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত  অবস্থায় ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে ওই মহিলা বলেন, প্রথমে এক ব্যক্তি  তার মুখ চেপে ধরেছিল এবং অন্য জন ধারালো চাকু দিয়ে তার গলা কাটার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশীরা সঠিক সময়ে এসে তাকে ঘর থেকে উদ্ধার করতে সক্ষম হয়। 

এবং পরে পুলিশে (Police) খবর দেওয়া হলে পুলিশ এসে তার স্বামী সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যায়।                          

জানা গিয়েছে, এই ঘটনায় মহিলার গলায় সাতটি সেলাই পড়েছে। তবে এখন  অনেকটাই বিপদ মুক্ত আছেন তিনি। হসপিটাল সুত্রের খবর।

আরো পড়ুনঃ মুখে কেক মাখানোর কারণে ডিভোর্স চাইলেন স্ত্রী!

আপনার জন্য
WhatsApp Logo