Thursday, December 7, 2023

সিংহকে কোলে তুলে রাস্তায় ছুটছেন এক মহিলা!

নিউজ ডেস্কঃ  সিংহকে কোলে তুলে রাস্তায় ছুটছেন এক মহিলা!

A woman ran into the street carrying a lion in her lap!
চিত্রঃ সংগৃহীত।


বিস্তারিতঃ  রাতের অন্ধকারে এক মহিলা ক্রমশ ছুটে চলেছেন। দেখে মনে হচ্ছে মহিলার কোলে কিছু একটা রয়েছে, সম্ভবত কোন পোষ্য কুকুর। কিন্তু না, একটু কাছে আসতেই ভুল ভাঙলো সবার! আরে এ তো কুকুর নয়! এ তো দেখছি মস্ত বড় এক সিংহ


ঘটনাটি ঘটেছে কুয়েতে। (Kuwait) সম্প্রতি এমনি একটি ভিডিও ভাইরাল হয়  সেখানকার সোশ্যাল মিডিয়ায়। এবং ভিডিওটি দেখে নড়েচড়ে বসেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তাতে কমেন্ট (Comment) করছেন এবং দেদার সেয়ার (share) করছেন ভিডিওটি।


বলা হচ্ছে, সম্প্রতি কুয়েতের একটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে সিংহটি চলে এসেছে লোকালয়ে। এবং সিংহ পালানোর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে কুয়েত সিটি (Kuwait City) সহ আরো বিভিন্ন এলাকা। শুধু তাই নয় সিংহটিকে দেখা জায় সাবাহিয়া এলাকার লোকালয়েও।
এবং পরে দেখা যায় ওই এলাকারই এক মহিলা  সিংহটিকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন।

জানা গিয়েছে, খাঁচা থেকে পলাতক সিংহটি আসলে ঐ মহিলার পালক পোষ্য। তিনি সিংহটিকে ঘাড় ধরে বাড়ির বাচ্চাদের মতোন তাকে নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে। ভিডিওটিতে আরো দেখা যাচ্ছে, সিংহটি প্রবল বেগে গর্জন করছে! এবং তার সাথে হাত পা ছুড়ছে সে।

প্রসঙ্গত, সিংহ বা বাঘ পোষা কুয়েতে সম্পুর্ন বেআইনি। তবে অনেকেই  এই আইন মানেন না। তাই নিজের পোষ্য সিংহকে কোলে তুলে বাড়ি ফিরলেন ঐ মহিলা।

আপনার জন্য
WhatsApp Logo