ছবিঃ সংগৃহীত। |
নিউজ ডেস্কঃ হাতি একা থাকে কম। সবসময়ই সে তার পরিবারের সাথে বসবাস করতে পছন্দ করে। তবে কখনো কখনো মায়ের সঙ্গে বাচ্চা হাতি এদিক সেদিক বেরিয়ে পড়ে।
সন্ধে নামার পরপরই একদিন এক বাচ্চা হাতি তার মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। বাচ্চা হাতিটির কোন রাস্তাঘাট চেনা নেই। তাই মা যেদিকে নিয়ে যাবে বাচ্চা হাতিটিও সেই দিকেই যাবে।
কিন্তু মা হাতিটি তার বাচ্চাকে নিয়ে সোজা পৌঁছে গেল থানায়! কিন্তু থানার দরজায় লাগানো ছিল তালা! তখন মা হাতিটি তার ছোট্ট বাচ্চাটিকে পাশে সরিয়ে দিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। এবং বড়ো বড়ো গ্রিলের দরজা সে নিমিষেই বেঁকিয়ে ফেলে।
ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) পরম্বিকুলাম (Parambikulam) নামে একটি পুলিশ স্টেশনে। মা হাতিটি তার বাচ্চাকে নিয়ে থানায় পৌঁছানোর ঘটনা ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ ভিডিওটি পোষ্ট করে তাতে লেখেন, কি মোটা মোটা গ্রিলের দরজা! ধাক্কা দিয়ে হাতিটি বেঁকিয়ে ফেলেছে।
কেরালায় হাতির সংখ্যা প্রচুর। কিন্তু কি কারণে হাতিটি তার বাচ্চাকে নিয়ে থানায় এসেছিল সেটা এখনো পরিষ্কার নয়। তবে নেটিজেনদের মধ্যে একজন মজা করে বলছেন, হয়তো কোন বিষয় নিয়ে হাতিটির অভিযোগ ছিল। তাই সে অভিযোগ দায়ের করতে থানায় হাজির হয়েছে।
তবে স্বস্তির বিষয় এই যে, হাতি হানার ফলে কারো কোন ক্ষতি হয়নি। নয়তো প্রায়শই টিভিতে (Television) হেডলাইন দেখা যায় হাতির হানায় তিন জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
আরো পড়ুনঃ তরুণীর গলায় বেল্ট বেঁধে তাকে টেনে বিমানে তুললেন এক ব্যক্তি!