Rainbow Eucalyptus: রামধনুর সাতটি রংই দেখতে পাওয়া যায় যে গাছে!
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ বাড়ির শোভা বাড়ানোর জন্য অনেকেই আছেন যারা ছোট ছোট ভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে থাকেন। কিন্তু কখনো কি শুনেছেন? এমন একটি গাছ রয়েছে যার মধ্যে আকাশের রামধনুর মতোন সাতটি রংই দেখতে পাওয়া যায়! কি শুনতে অবাক লাগছে তো? শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি।
আজব প্রকৃতির এই গাছটির নাম হলো রেইনবো ইউক্যালিপটাস (Rainbow Eucalyptus) একটি বিশেষ কারণের জন্য গাছটিতে রামধনুর মতোন সাতটি রঙের দেখা মিলে। গোটা পৃথিবীর বিভিন্ন জঙ্গলে এই গাছটি দেখা যায়।
শুধু তাই নয় গাছটি সৌন্দর্য এবং আশ্চর্যজনক হওয়ার দরুন বেটোনইক্যাল গার্ডেনেও (Botanical Garden) স্থান পেয়েছে গাছটি। বিজ্ঞানীরা বলছেন, গাছটির গুঁড়িতে মাইন্ডাও গাম (Mindao gum) ও রেইনবো গাম (Rainbow gum) তৈরি হয়। যার দরুন গাছটি তার বাকল পরিত্যক্ত করলে তখন গাছটিকে দেখলে মনে হয় রামধনুর মতোন লাগছে। এই গাছের উচ্চতা ২৫০ ফুট পর্যন্ত হয়ে থাকে।
এমনকি এই সৌন্দর্য বিশিষ্ট যুক্ত গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় ফার্নিচার, কাগজ এমনকি নৌকাও। তবে একই বিশিষ্ট যুক্ত এই গাছ গুলিতে সবসময় একই রং দেখতে পাওয়া যায় না। কখনো কখনো ভিন্ন ভিন্ন গাছে ভিন্ন রঙের দেখা মেলে।
আরো পড়ুনঃ প্রচন্ড ঠান্ডায় কুকুরকে জড়িয়ে ধরে প্রাণে বাঁচলো ছোট্ট শিশু!