News: মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে আত্মঘাতী দুই পুত্র!
চিত্রঃসংগৃহীত। |
বিস্তারিতঃ মা গুরুতর অসুখ নিয়ে হসপিটালে ভর্তি ছিলেন। বহু টাকা পয়সা খরচ করেও মা যেন কিছুতেই সুস্থ হয়ে উঠতে পারছিলেন না। তাই মানসিক অবসাদে ভুগছিলেন দুই পুত্র সহ এক মেয়ে। হঠাৎই হসপিটাল থেকে খবর আসে মা মারা গিয়েছে, আর সেই শোক সহ্য করতে না পেরেই দুই ছেলে অ্যাসিড মেশানো খাবার খেতে আত্মহত্যা করে।
ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর স্টেশন সংলগ্ন এলাকার ইসকো আবাসনে।
এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ইসকো আবাসন থেকে বৃদ্ধা গীতা কর তার দুই ছেলে জয়ন্ত ও বিপ্লবের মৃতদেহ উদ্ধার করেছে। এবং তাদের ছোট বোন মায়া তাকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে।
পুলিশের অনুমান, হয়তো মায়ের মৃত্যুতেই শোকাহত হয়ে দুই ছেলে অ্যাসিড মেশানো খাবার খেয়ে আত্মহত্যা করে। পুলিশ তাদের ঘর থেকে কার্বলিক অ্যাসিড (Carbolic acid) এর একটি ফাঁকা বোতল উদ্ধার করেছে বলে তারা জানায়।
এবং এই ঘটনায় গীতার ভাগ্নে অনিল ধর তিনি জানিয়েছেন, আমার ভাইয়েরা কখনো কারো সাথে মেলামেশা করতো না! ওরা সারাদিন ঘরেই থাকতো। মাসি পাঁচ বছর ধরে অসুস্থ ছিলেন। ভাইয়েরা বার বার বলতো মা যদি মারা যায় তাহলে তাদের কি হবে! তারাও আর বাঁচতে চায় না।
অনিল বলে, হয়তো মাসি মারা যাওয়ার পর ভাইয়েরা আর বোন মিলে এই কাজটি ঘটিয়েছে। তবে এই ঘটনায় আসানসোলের হীরাপুর থানার পুলিশ তাদের তদন্ত জারি রেখেছে।
আরো পড়ুনঃ পাকিস্তানের অর্থনীতি ভারতের চেয়ে কয়েকশ’ গুন ভালো, দাবি ইমরান খানের!