Baby Elephant: মাত্র ১৬ বছর বয়সে জমজ বাচ্চার জন্ম দিল হাতি।
চিত্র সংগৃহীত। |
বিস্তারিতঃ পশ্চিম আফ্রিকার দেশ কেনিয়া সেখানে একটি সংরক্ষিত অঞ্চলে ১৬ বছরের একটি হাতি একসাথে দুটো জমজ বাচ্চার জন্ম দেবার ঘটনায় ইতিমধ্যে সাড়া ফেলেছে কেনিয়া সহ আরো অনান্য দেশ গুলিতে।
এই ঘটনায় দেশটির দাতব্য সংস্থা তথা সেফ দ্যা এলিফ্যান্ট জানায়, যেহেতু ১৬ বছরের হাতিটি এক সাথে দুটি বাচ্চার জন্ম দিয়েছে। সেক্ষেত্রে মায়ের কাছে পর্যাপ্ত পরিমাণের দুধের অভাব দেখা দিতে পারে। কারণ ২০০৬ সালেও একি ঘটনার প্রত্যাবর্তন হয়েছিল। তখনও একটি শাবক হাতি দুটি বাচ্চার জন্ম দিয়েছিল। তখন বাঁচানো যায়নি বাচ্চা দুটিকে।
তবে মা ও বাচ্চারা এখন সুস্থ আছে বলে জানায় সেফ দ্যা এলিফ্যান্ট নামক ওই সংস্থাটি।
তবে উল্লেখিত বিষয়, আফ্রিকাতে হাতিদের গর্ভধারণের সময়সীমা সবচাইতে বেশি হয়। তারা ২২ মাস পর্যন্ত বাচ্চাকে তাদের সাথেই রাখে। আর তারা চার মাস পরপর আবারও বাচ্চার জন্ম দেয়।
আরো পড়ুনঃ চলতেন একসাথে, মৃত্যুও হল তিন বন্ধুর একসাথে!