নিউজ ডেস্কঃ মলত্যাগ না করে এটিকে দান করে দিন, উপকার হবে অনেকের! বলেছেন বিজ্ঞানীরা।
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতোই এবার থেকে ‘মলও দান করা যাবে। বিজ্ঞানীরা বলছেন দিন দিন এর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে।
কিন্তু কেন? হঠাৎই এই বজ্র পদার্থটির চাহিদা বাড়লো!
বিজ্ঞানীরা বলছেন অন্যের ভালো মল এখন থেকে অন্ত্রের চিকিৎসায় ব্যবহৃত হবে। এমনকি এই মলদাতা ব্যক্তিদের বলা হচ্ছে ইউনিকর্ন (Unicorn) অর্থাৎ কাল্পনিক এক ঘোড়া। যাকে তুলনা করা হয়েছে মল দাতার সাথে।
বিজ্ঞানীরা বলছেন, দিন যতো যাচ্ছে তারা বুঝতে পারছেন মানব শরীরে মাইক্রোবায়োন (Micro Bayon) বা অণুবীক্ষণ জীবের প্রভাব ক্রমশ কমছে তাই শরীর সুস্থ রাখতে মল অন্তত একটি গুরুত্বপূর্ণ উপাদান।
বিজ্ঞানীরা আরো বলছেন, আজকের দিনে ফাস্ট ফুড এবং অ্যান্টিবায়োটিকের (Antibiotics) বাড়াবাড়িতে শরীরের মাইক্রোবসদের ক্ষতি হয়ে যাচ্ছে! আর এক্ষেত্রে কাজে দিচ্ছে উচ্চ মানের মল। এবং ভালো মল থেকে ভালো ব্যাকটেরিয়া (Bacteria) শরীরের ঢুকিয়ে দিলে অঙ্গ আবার আগের মতন শক্তিশালী হয়ে উঠবে।
শুধু তাই নয় এই ধরনের মলের নাম রাখা হয়েছে ‘সুপার স্টুল ‘ (Super stool) তবে এই ধরনের মলদাতা খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য।
তাই এই ধরনের মল দাদা খুঁজে পেতে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তৈরি করা হয়েছে মল ব্যাংক বা স্টুল ব্যাংক। এখানে মল দাতাদের মল সংরক্ষণ করে তাদের ব্যাকটেরিয়া পরীক্ষা করা হবে। এবং ভালো মল সংগ্রহ করে রাখা হবে।
আরো পড়ুনঃ এক সাথে গর্ভবতী হাসপাতালের ১৬ জন নার্স!
আরো পড়ুনঃ সিংহকে কোলে তুলে রাস্তায় ছুটছেন এক মহিলা!