Friday, December 8, 2023

ভারতকে অশেষ ধন্যবাদ তালিবানের

নিউজ ডেস্কঃ  ভারতকে অশেষ ধন্যবাদ তালিবানের।


Many thanks to India Taliban
চিত্রঃ সংগৃহীত।


বিস্তারিতঃ  শুক্রবার ৭ ই জুলাই (July) তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি টুইট (Twitter) বার্তায় ভারতকে ধন্যবাদ জানিয়ে লেখেন। ভারতের তরফ থেকে ইসলামীক আমিরাতকে জীবন রক্ষাকারী ২ টন ঔষধ সরবরাহের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এর জন্য ভারতের কাছে কৃতজ্ঞ।


ভয়েজ ওফ আমেরিকার একটি প্রতিবেদন অনুযায়ী। শুক্রবার সকালে কাবুল বিমানবন্দরে ওই জীবন রক্ষাকারী ২ টন ঔষধ এসে পৌঁছায়। এবং এর জন্য তালিবানের মুখ্য সচিব জাবিউল্লাহ ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

এর আগে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়, আগামী বছরের (2022) জানুয়ারিতে তীব্র শীতে মারা পড়বে আফগানিস্তানের হাজার হাজার মানুষ।

আফগানিস্তানকে জীবন রক্ষাকারী ২ টন ঔষধ সরবরাহের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র দপ্তর একটি বিবৃতি জানিয়ে বলে, জীবন রক্ষাকারী ২ টন ঔষধ সরবরাহের আগে ভারত এর আগেও দুইবার আফগানিস্তানকে ঔষধ সরবরাহ করেছিলো।

ভারত (India) আরো জানান, আগামী সপ্তাহে আরো ঔষধ সহ  বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠানো হবে আফগানিস্তানে। এছাড়াও দিল্লির তরফ থেকে আফগানিস্তানে  ৫০ হাজার টন গম দেওয়ার প্রতিশ্রুতি ব্যাখ্যা করেছে ভারত। এবং পাকিস্তান (Pakistan) তাদের অঞ্চলের ভেতর দিয়ে গম চালান সরবরাহে অনুমতি চেয়েছে ভারত।

আপনার জন্য
WhatsApp Logo