Bomb blast: বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান!
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ রবিবার ১৬ ডিসেম্বর ইরানের পশ্চিমা অঞ্চল গুলির একাধিক জায়গা হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে ওই অঞ্চলে থাকা বাড়িঘর গুলিও এই বিস্ফোরণে কেঁপে উঠেছিল।
স্থানীয়রা প্রথমে ভেবেছিল হয়তো বজ্রবিদ্যুৎ হয়েছে। কিন্তু পরে তাদের ভুল ভাঙে। যখন আবহাওয়া অফিস জানায় এটি কোন বজ্রবিদ্যুৎ ছিল না।
আল আরাবিয়ার একটি রিপোর্ট অনুসারে, প্রচন্ড শব্দে স্থানীয়রা ঘরের বাইরে চলে আসে। ঘরের জানালা দরজা থেকে শুরু করে পুরো বাড়ি এই বিস্ফোরণে কেঁপে উঠে। বিস্ফোরণের তীব্রতা অনেক ছিল। যা কিনা আশেপাশের শহর গুলোতেও এর প্রভাব ফেলেছে। তবে কোথায় এই বিস্ফোরণ ঘটেছে সেটা এখনো স্পষ্ট নয়।
সরকার কর্তৃক বলছে, এর আগেও এরকম বিস্ফোরণ ঘটেছে ইরানে। যখন ইসরায়েল (Israel) এবং যুক্তরাষ্ট্রের (United States) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল তখন ইরান তাদের বিমান প্রতিরক্ষা মহড়া চালিয়েছিল। তবে রবিবারের ঘটা বিস্ফোরণ নিয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি বলে জানান দেয় ইরান সরকার।
আরো পড়ুনঃ জীবিত জোঁক চলে গেল গালা ও নাকের ভিতরে! তারপর কি ঘটলো?