নিউজ ডেস্কঃ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দুই মাস বয়সী একটি শিশুকে জলের ট্যাংকে ফেলে দিল একদল বাঁদর
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ বাঁদরের বাঁদরামি! ছাদের পাশে একটি ঘরে দিদার সাথে ঘুমিয়ে ছিল ৯ মাস বয়সী একটি শিশু। ঘরের দরজা খোল ছিল তাদের। তখনি হঠাৎ করে একদল বাঁদর ঘরের মধ্যে ঢুকে বাচ্চাটিকে তুলে নিয়ে যায় এবং তাকে ফেলে দেয় একটি জলের ট্যাংকের ভিতরে।
ঘটনাটি ঘটেছে রবিবার (Sunday) উত্তর প্রদেশের বাগপদ (Bugpad) জেলায়। জানা যায় পরে শিশুটির মৃত্যু হয়ে গিয়েছে।
খবর সুত্রঃ, প্রথমে দিদা বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু যখন অ্যালার্ম ক্লক বেজে তার ঘুম ভাঙলো তখন তিনি তার নাতনিকে ঘরের মধ্যে না দেখতে পেয়ে খুঁজতে থাকে এদিক সেদিক। এবং তার সাথে সামিল হয় গোটা পরিবারও।
কিন্তু অনেক খোঁজাখুঁজি পরেও তারা কোথাও খুঁজে পায়না শিশুটিকে। কিন্তু অনেক খোঁজার পর অবশেষে তারা দেখতে পায় বাড়ির পাশে একটি জলের ট্যাংকের মধ্যে ভাসছে শিশুটির দেহ।
এবং এই ঘটনায় মৃত শিশুটির বাবা মা জানিয়েছেন, এর আগেও মূলত একবার বাঁদর তাদের শিশুটিকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিল! কিন্তু সেবারে আত্মীয়-স্বজনের চেষ্টায় ব্যর্থ হয়েছিল তারা।
এই ঘটানায় চন্দননগর হাউজ অফিসার ওসি সিং। তিনি জানান, বাঁদরের আতঙ্ক একটি প্রধান সমস্যা। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য বনকর্মীদের অবগত করেছি।
আরো পড়ুনঃ ভ্যাকসিন সার্টিফিকেটে থাকছে না আর মোদীর ছবি!