Friday, December 1, 2023

বাড়িতে বাড়িতে গাঁজা চাষের অনুমোদন দিচ্ছে থাইল্যান্ডের সরকার

 

The Thai government is allowing cannabis cultivation at home
চিত্রঃসংগৃহীত।

 

বিস্তারিতঃ  দেশটির মাদকদ্রব্য বোর্ড জানিয়েছে এবার থেকে শাকসবজি চাষ করার মতোই থাইল্যান্ড বাসীরা গাঁজার চাষও করতে পারবে। বুধবার CNN-কে দেওয়া একটি সাংবাদিক সাক্ষাৎকারে এমনটাই জানান তাঁরা।

এর আগে, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড ২০১৮ সালে গাঁজাকে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহারের জন্য স্বীকৃতি  প্রদান করেছিল। বাড়িতে জন্মানো গাঁজা গাছ ঔষধ ও খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে।

দেশটির মাদকদ্রব্য বোর্ড আরো জানায়, সবাই  এই গাঁজা চাষ করতে পারলেও একটিকে কেউ বানিজ্যিক ভাবে ব্যবহার করতে পারবে না। তবে যদি  একান্ত ভাবেই বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করতে হয় তাহলে তার  জন্য তাকে লাইসেন্স নিতে হবে

খবর সুত্র অনুসারে, যদি কেউ সরকারি অনুমোদন ছাড়া গাঁজার চাষ করে তাহলে তাকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আবার অন্য দিকে কেউ যদি লাইসেন্স ছাড়া গাঁজা বিক্রি করে তাহলে  তাকে ৪ লাখ টাকা জরিমানা ও তিন বছরের জেল হেফাজত হবে।

আরো পড়ুনঃ মেয়ের বান্ধবীকে আপত্তিকর ছবি পাঠিয়ে গ্রেপ্তার বাবা 

আপনার জন্য
WhatsApp Logo