Friday, December 8, 2023

প্রেমের টানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসে এক তরুণী!

India Bangladesh Border: প্রেমের টানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসে এক তরুণী!

চিত্রঃ সংগৃহীত।

বিস্তারিতঃ  ভালোবাসা কোন বাধা মানে না। পৃথিবীর যে প্রান্তেই পছন্দের মানুষটি থাকুক না কেন যেন মনে হয় এক ছুট দিয়েই চলে যাই তার কাছে।

এবার সেই রকমই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশী (Bangladesh) এক তরুণীর সাথে। মাস কয়েক আগে ভারতের কোচবিহারে  বসবাসরত এক যুবকের সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল ওই তরুণীর। কথা থেকে প্রেমে। প্রেম থেকে গভীর ভালোবাসায় গড়িয়ে গিয়েছিল তাদের সম্পর্ক।

                         Advertisement

কিন্তু সমস্যা শুরু এখানেই! তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তার পরিবার। অবশেষে কোন উপায় খুঁজে না পেয়ে ওই তরুণী তার প্রেমিকের সাথে দেখা করতে চলে আসে ভারতে। তাও আবার অবৈধ ভাবে।

                        Advertisement

খবর সুত্র, ওই বাংলাদেশি তরুণী ভারতের সীমান্ত পেরিয়ে চলে আসে কোচবিহারে। তবে সীমান্ত পেরিয়ে ভারতে আসার সময় বিএসএফ (BSF) এর হাতে ধরাও পড়ে সে। পরে বিএসএফ ওই তরুণীকে তুলে দেয় কোচবিহার সাহেবগঞ্জ (Sahebganj) থানার পুলিশের হাতে।

ঘটনায় বিএসএফ জানায়, ওই তরুণীকে তারা ভারত বাংলাদেশ সীমান্ত তথা কোচবিহারে দিনহাটার দিঘলটারি (Dighaltari) থেকে গ্রেপ্তার করেছে।

                          Advertisement

তরুণী জানিয়েছে, বিয়ের জন্য ক্রমশ বাড়ি থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল তার উপর। তাই সে কোন উপায়ান্ত খুঁজে না পেয়ে কোচবিহারে তার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছিল।

আরো পড়ুনঃ কোটি কোটি গুবরে পোকার দখলে আর্জেন্টিনার শহর!

আপনার জন্য
WhatsApp Logo