Robbery: প্রেমিকার সঙ্গ দেখা করতে এসে ৮ লাখ টাকা খোয়ালেন প্রেমিক!
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ একটি ডেটিং সাইটের মাধ্যমে দুজনের প্রেম হয়েছিল। অবশেষে দেখা করার সিদ্ধান্ত নেন তারা। প্রেমিকা সর্বপ্রথম প্রেমিককে তার বাড়িতে আমন্ত্রণ জানান দেখা করার জন্য। কিন্তু প্রেমিক তার বাড়িতে আসলেই প্রেমিকার তার গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুটে নেয় তার।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney) জানা গিয়েছে, ২৭ বছর বয়সী ওই মহিলার নাম সারা জিলং (Sarah Jilling)
একটি প্রতিবেদন অনুসারে, সারা (Sarah) তার প্রেমিককে বলেছিল তিনি যেন তার বাড়িতে আসার সময় কিছু ঔষধ নিয়ে আসেন তার জন্য। কারণ তার ঔষধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু প্রেমিক দুর্ভাগ্যবশত সেই ঔষধ গুলো আনতে ভুলে যায়। এর পরেই ওই ব্যক্তি ঘরে ঢুকলে প্রেমিকা তার উপর ঝাপিয়ে পড়ে! গলায় ছুড়ি ঠেকিয়ে ৮ লাখ টাকা দেবার জন্য হুমকি দিতে থাকে তাকে। প্রেমিক এতে মানা করলেও প্রেমিকা তাকে মেরে ফেলার হুমকি দেন। এর পর এক এক করে প্রেমিকের ব্যাংক (Bank) একাউন্ট থেকে ৮ লক্ষ টাকা নিজের ব্যাংক একাউন্টে টান্সফার করে নেয় ওই মহিলা। সবশেষে টাকা নেওয়া হয়ে গেলে ওই ব্যক্তিকে (প্রেমিক) ঘর থেকে বাইরে ঠেলে পাঠিয়ে দেয় প্রেমিকা।
জানা গিয়েছে, এই ঘটনায় সারা জিলিং তিনি এক সন্তানের মা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় (social media) আসতেই তুমুল ভাইরাল (virul) হচ্ছে বিষয়টি। তবে ওই ব্যক্তি (প্রেমিক) পুলিশে( police) খবরটি জানিয়েছেন কিনা সেই বিষয়ে এখনো কোন তথ্য নেই।
আরো পড়ুনঃ রামধনুর সাতটি রংই দেখতে পাওয়া যায় যে গাছে!