নিউজ ডেস্কঃ নৌকার উপর ভেঙে পড়লো পাহাড়! মৃত কমপক্ষে ৯
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ সৌন্দর্য উপভোগ করতে এসে মাথার উপর ভেঙে পড়লো পাহাড়ের একাংশ। হ্রদের জলে তলিয়ে গেল সবাই। বলা হচ্ছে নিখোঁজ ২০ জন। আহত হয়েছে আরো বহু। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুরনাস (Furnace) হ্রদে।
ব্রাজিলের ফুরনাস হ্রদ হল ওই এলাকার একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা ঝর্না মন কারে অনেকেরই।
জানা গিয়েছে, শনিবার ফুরনাস হ্রদে নৌকাতে চেপে ঐ এলাকাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে বহু পর্যটক। এবং পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল বহু নৌকা। কিন্তু হঠাৎই তাদের উপর ভেঙে পড়তে থাকে পাহাড়ের ছোট ছোট টুকরা। প্রথমে বিষয়টিকে তারা স্বাভাবিক দৃষ্টিতেই দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটলো মহা বিপদ। পাহাড়ের বড়ো একটি টুকরো ভেঙে পড়লো তাদের উপর।
এবং কিছু বোঝার আগেই পর্যটক ভর্তি নৌকা পাহাড়ের চাপে তলিয়ে গেল জলের নিচে। এবং সাথে সাথে মৃত্যু হয় ৫ জনের। নিখোঁজ এখনো অনেকে।
স্থানীয় সুত্রে খবর, ঘটানায় ৩২ জন আহত হয়েছে। এবং ৯ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের কাজ চলছে। জানায় স্থানীয় প্রশাসন।
আরো পড়ুনঃ রাস্তায় ফেলে কুকুরকে বাঁশ দিয়ে পেটালেন এক ব্যক্তি! রইলো সেই ভিডিও ফুটেজ