Friday, December 8, 2023

দুশমনের ছোড়া বোমার খোসায় ফুল ফোটাচ্ছেন ফিলিস্তানি নারী!

Protest: দুশমনের ছোড়া বোমার খোসায় ফুল ফোটাচ্ছেন ফিলিস্তানি নারী!  

Palestinian women blooming the shell of the bomb thrown by the enemy!
চিত্রঃ সংগৃহীত।

বিস্তারিতঃ  ইজরাইলের (Israel) তরফ থেকে ছুঁড়ে ফেলা শতশত বোমার আঘাতে প্রাণ হারায় বহু ফিলিস্তানি (Palestinian) নাগরিক। তবে কখনো কখনো এমন বোমাও খুঁজে পাওয়া যায় যেগুলো সময় মতোন ফাটে নি। আর সেই বোমাই সংরক্ষণ করে তাতে ফুল ফুটিয়ে প্রতিবাদের এক নতুন ভাষা তুলে ধরেছেন একজন নারী।

জানা গিয়েছে, ফিলিস্তানে বসবাসরত নূর-ই-ফতেমা কাওমি নামে ওই মহিলা বোমার খোলস সংগ্রহ করে তাতে চাষ করছেন নানান ধরনের ফুল। বাড়ির পাশে তৈরি করেছেন  মস্ত বড় এক ফুলের বাগান। প্রতিদিন একটু একটু করে ফুলের চারা গুলোকে পরিচর্যার মাধ্যমে বড়ো করে তুলেছেন তিনি। ইতিমধ্যেই বিশ্বের নজর পড়েছে ফাতেমার ফুলের বাগানের উপর। প্রশংসা পাচ্ছেন চারিদিকে থেকে।

এই বিষয়ে ফতেমা বলেন, তিনি রোজ সকালে উঠে প্রথমে গ্রেনেড এবং বোমার খোলস কুড়ান। তার পর সেগুলোর ভিতর থেকে বারুদ বার করে ধুয়ে শুকাতে দেন রোদে। তার পর খোলস গুলোর মধ্যে ফুলের বীজ বপন করেন। এরপর যত্ন সহকারে তিল তিল করে বড়ো করে তোলেন ফুলের চারা গুলিকে। ফতেমা বলেন, এতে তার বেশ ভালোই লাগে। বোমা গুলো তৈরি করা হয় মানুষকে মারার জন্য! কিন্তু আমি তাতে ফুল ফোটাতে পেরে অনেক খুশি। মানুষ মারা ছাড়া কিছুতো কাজে আসছে ওই অকেজো বোমা গুলো বলেন ফাতেমা 

 তবে মরুভূমির তপ্ত বালির উপর ফুল ফোটাতে ফতেমাকে একটা লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়! কিন্তু হাজারো প্রতিকূলতার মাঝে একসময় মরুভূমিতে ফুটিয়ে তোলেন স্বর্গীয় ফুল।

আরো পড়ুনঃ  নিজের সেলফি ফটো বিক্রি করলেন সাড়ে ৮ কোটি টাকায়!  

 

আপনার জন্য
WhatsApp Logo