Tuesday, October 15, 2024

দিদি বলে না ডাকায় যুবককে বেধড়ক মারধর!

Didi did not call the young man to be beaten!

#বিস্তারিতঃ  রাস্তায় আড্ডা দিচ্ছিল এলাকার ৫ জন যুবক। তখনি রাস্তার অপর প্রান্ত থেকে অন্য আরেকজন যুবক ওই একই এলাকার কিছু মেয়েকে নাম ধরে ডাকে। ব্যাস! এতেই চটে যায় আড্ডারত ওই ৫ জন। মারধর শুরু করে তাকে। এমনকি রাস্তায় বিস্কুট ফেলে  তাকে দিয়ে সেটা নিজের মুখে তুলতে বলে।

ঘটনাটি ঘটেছে, পুনের পিম্প্ররি রিন্ধওয়ারে (Pimpri Randhawa) এলাকাতে।              

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জি-নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, এলাকার মেয়েদের নাম ধরে ডাকায় প্রথমে ওই ৫ জন যুবক তাকে রাস্তায় দাঁড় করার, তারপর এক এক করে সবাই তার উপর ঝাপিয়ে পড়ে। যুবককে এই বিষয়ে প্রশ্ন করা হয় কেন তিনি মেয়েদের নাম ধরে ডেকেছেন দিদি বলে কেন ডাকেননি। এর পর হঠাৎই অন্য আরেকজন যুবক বেল্ট খুলে তাকে মারতে থাকে। এমনকী শান্তি স্বরুপ রাস্তায় একটি বিস্কুট ফেলে মুখ দিয়ে সেই বিস্কুট তাকে তুলতে বাধ্য করা হয়।

যদিও ঘটনায় অভিযুক্ত এবং ওই যুবকের নাম জানা সম্ভব হয়নি।

আরো পড়ুনঃ ৫৫৮ টাকা দিয়ে কেনা চেয়ার বিক্রি হল ১৮ লক্ষ টাকায়

আপনার জন্য
WhatsApp Logo