আন্তর্জাতিকঃ তখন দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে আফগানিস্তান ছেড়েছিলাম : আশরাফ ঘানি।
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ গত ১৫ আগষ্ট (August) উগ্রবাদী দল তালিবান (Taliban) তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) । এবং তারা সফল ভাবে কাবুল দখল করতে সক্ষমও হয়েছিল। আবার অন্য দিকে আফগানিস্তানের (Afghanistan) সরকার প্রধান তথা আশরাফ ঘানি (Ashraf Ghani) তালিবানের কাবুল দখলের খবর পেয়ে তিনি তড়িঘড়ি দেশ ছেড়ে পালিয়ে যান। এবং প্রাণ বাঁচাতে বিদেশে আশ্রয় নেন তিনি।
দীর্ঘ ২০ বছর লড়াইয়ে পর কাবুল (Kabul) দখল করতে সক্ষম হয় তালিবান। এই বিষয়ে BBC কে দেওয়া একটি সাক্ষাৎকারে আশরাফ ঘানি বলেন, সেদিন আমার কাছে খুবই সীমিত সময় ছিল। আমাকে দুই মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো।
সাক্ষাৎকারে ঘানি আরো বলেন, ১৫ আগষ্ট (August) সকাল বেলাতেও আমার কাছে কোনো আভাস ছিল না! যে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ (Hamidullah) আমাকে বলেন,
আপনাকে শীঘ্রই দেশ ছেড়ে পালাতে হবে। আমি তাকে বলি কি হয়েছে? তিনি আমার কথায় কোন উওর দেন না। এবং আমি তার কথা মতোন একটি বিমানে উঠে পড়ি। এবং তার কিছুক্ষণ পরেই বুঝতে পারি যে তালিবান (Taliban) খুব কাছে চলে এসেছে। এবং আমাকে দেশ ছেড়ে পালাতে হবে।
ঘানি আরো বলেন, তালিবান (Taliban) আমাদের সরকার কর্তৃপক্ষকে জানিয়েছিল যে,, তারা আজ কাবুলে (Kabul) প্রবেশ করবে না। কিন্তু মাত্র ২ ঘন্টার মধ্যেই তালিবানের চিন্তাধারা বদলে গেল। এবং তারা রাজধানী দখলে ঝাঁপিয়ে পড়ল। ঘানি বলেন, তালিবানের দুটি দল ভিন্ন ভিন্ন জায়গা থেকে বাবুলকে চারিদিক থেকে ঘিরে ধরে।
ঘানি জানান, কাবুলে আমার স্ত্রী ও কাছের লোকেরা আমাকে দেশ ছেড়ে পালিয়ে যাবার জন্য পরামর্শ দেয়। তবে আমার নিরাপত্তা উপদেষ্টা আমার আগেই দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তিনি যাবার আগে আমার জন্য প্রেসিডেন্ট ভবনের (president palace) বাইরে একটি গাড়ির বন্দোবস্ত করেছিলেন। তবে আমি বাইরে বেরিয়ে দেখি গাড়িটি সেখানে নেই! কিন্তু তার বেশ কিছুক্ষণ বাদেই নিরাপত্তা উপদেষ্টা আবারো ফিরে আসেন। এবং সঙ্গে নিয়ে আসেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর প্রধানকে।
ঘানি বলেন, নিরাপত্তা প্রধান আমাকে ২ মিনিটের বেশি সময় দেয়নি। আমরা সোজা গাড়িতে বসে বিমানবন্দরের (airport) উদ্দেশ্যে রওনা হলাম।
নিরাপত্তা প্রদান আমাকে বলেন, তালিবান কাবুলে ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছে! আমরা তখনো জানতাম না যে বিমানে করে আমার কোথায় যাবো! কিন্তু পরে বুঝলাম আমাকে দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হবে।
আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে খাটো নারীর মৃত্যু!
আশরাফ ঘানি (Ashraf Ghani) আরো বলেন, আমার কাছে পালানো ছাড়া আর কোন রাস্তা ছিল না। তালিবান শহরের কোনায় কোনায় পৌঁছে গিয়েছিল। আবার অন্য দিকে ন্যাটো সেনারাও এই মাসে আফগানিস্তান ত্যাগ করেছিল! যদি আমি না পালিয়ে যেতাম তাহলে তালিবান হয়তো আমাকে বন্দী বানিয়ে রাখতো বা মেরে ফেলতো আমাকে। তাই প্রাণ বাঁচাতে আমার কাছে আর দ্বিতীয় রাস্তা ছিল না।
আরো পড়ুনঃ চোর সন্দেহে নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে খুন করলেন বাবা!