Pakistan: জেলবন্দি থেকেও উচ্চমাধ্যমিকে সেরার সেরা ফল পেলেন এক কয়েদী।
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ জেলবন্দি থেকেও যে পড়াশোনা করে পরিক্ষায় প্রথম স্থান দখল করা যায় সেটাই বুঝিয়ে দিলেন পাকিস্তানের (Pakistan) জেলে বন্দী সৈয়দ নাঈমা (Syed Naima) নামে এক কয়েদী।
পাকিস্তানের দ্যা ডন’র এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের জেনারেল হাই স্কুলের (প্রাইভেটের) এর মাধ্যমে যে সকল পরীক্ষার্থী পরিক্ষা দিয়েছিল তাদের মধ্যে বছর ৩৫ এর এই যুবক সর্বোচ্চ নম্বর আদায় করেছে। এর জন্য সৈহদকে ১০ লক্ষ টাকার বৃত্তিও প্রদান করে পাকিস্তান সরকার।
জানা গিয়েছে, ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়ে ২০১০ সালে একজনকে হত্যা করেছিল সৈয়দ! তার জন্য যাবজ্জীবন কারাবাস হয় তার। কিন্তু বন্দি অবস্থায় সৈহদের পড়ালেখায় ভালো, অন্য কয়েদীর সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং রক্তদানে অংশগ্রহণের জন্য বিচারক তাকে যাবজ্জীবনের বদলে ৬ মাসের কারাবাস ঘোষণা করেন।
এবং এই বিষয়ে কারাচি (Karachi) কারাগার থেকে সৈয়দ বলেন, যখন আমি জেলে পড়াশুনা করতাম তখন জেলের বয়স্ক ব্যক্তিরা আমাকে অনেক সাহায্য করতেন। তারা অনুপ্রেরণা দিতেন আমায়। তার জন্যই উচ্চমাধ্যমিকে আমি এতো আশা পূর্ণ ফল আনতে পেরেছি।
কারাগারে সুপারেন্টেন্ড সাইদ সুমারো (Saido Sumo) তিনি বলেন, এই কারাগারে সৈহদের মতোন আরো ১২০০ কয়েদী পরিক্ষা দিয়েছিল কিন্তু একমাত্র সৈহদি প্রথম স্থান দখল করতে পেরেছেন। এবং পাকিস্তান সরকার তার জন্য সৈহদকে বৃত্তিও প্রদান করে।
আরো পড়ুনঃ স্বামীকে না জানিয়ে মোবাইল ফোন কেনায় স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামীর!