Friday, December 1, 2023

ঘরে খাবার না থাকায় নিজের ১০ বছর বয়সী মেয়েকে বেচে দিলেন বাবা!

নিউজঃ ঘরে খাবার না থাকায় নিজের ১০ বছর বয়সী মেয়েকে বেচে দিলেন বাবা।

The father sold his 10-year-old daughter because there was no food at home!
চিত্রঃসংগৃহীত

বিস্তারিতঃ  সংসারে প্রবল দারিদ্রতা। তার উপর আবার ৫ সন্তানের বাবা তিনি। কি করে সংসার খরচ চালাবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না মা বাবা দুজনেই। 

একদিন বাড়িতে খাবার না থাকায় চিন্তায় পড়ে যায় স্বামী স্ত্রী!  কি করে তারা বাচ্চাদের মুখে খাবার তুলে দিবেন সেটাই ভেবে পাচ্ছিলেন তারা। কিন্তু তখনি  ঘর থেকে বাইরে বেরিয়ে যায় স্বামী। এবং সন্ধ্যাবেলায় (Evening) বাড়িতে খাবার নিয়ে পৌঁছান তিনি। 

স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীকে (Hasband) প্রশ্ন করেন, কোথা থেকে আসলো এতো খাবার? প্রথমে স্বামী তার  কথায় উত্তর না দিলেও পরে স্বামী বলেন, বাড়ির প্রত্যেকে অনাহার থেকে বাঁচাতে তিনি তার মেয়েকে বিক্রি করে দিয়েছেন।

 ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) একটি শহরে। সেখানে তালিবান (Taliban) ক্ষমতায় আসার পরপরই তীব্র খাদ্য সংকট দেখা দেয় দেশজুড়ে । প্রায় প্রত্যেক বাড়িতেই অনাহার থেকে বাঁচতে  পরিবারের সদস্যরা বিক্রি করে দিচ্ছেন বাড়ির ছোট ছোট সদস্যদের।

জানা যায়, ওই ব্যক্তি তার ১০ বছরের মেয়েকে বিক্রি করে দিয়েছিলেন এক ধনী ব্যক্তির কাছে। এবং তার বদলে তিনি পেয়েছেন  ১১ হাজার আফগানি রুপি। এবং সাথে পেয়েছেন কিছু খাবার।

আরো পড়ুনঃ ৩ হাজার লিটারের মতন মদ ড্রেনের জলে ঢেলে দিল তালিবান 

এর আগেও মূলত আফগানিস্তানে (Afghanistan) একটি বালিকা বিক্রির ঘটনা ঘটে। এবং পরে যানা যায়, বিক্রি হওয়া মেয়েটির বিয়ে দেওয়া হয় একজন বয়স্ক লোকের সাথে। যার আনুমানিক বয়স ৬০ বছরের উপরে । সাথে মেয়েটিকে ক্রীতদাস বানিয়ে  রাখা হয় ঘরবন্দি করে।

আবার অন্য দিকে  বদাখন্তান (Badakhantan) প্রদেশেও এমনকি একটি  ঘটনা ঘটে। পরিবারের লোকেরা তাদের মেয়েকে বিক্রি করে দিয়েছিলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে। কিন্তু তখনি স্থানীয়রা এসে তারা রুখে দাঁড়ায় বাচ্চা বিক্রির বিরুদ্ধে।

আরো পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি  মারার অভিযোগ উঠলো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! 


 


আপনার জন্য
WhatsApp Logo