#বিস্তারিতঃ গেল দুদিনে গ্ৰিসের ড্রেপানো হ্রদে প্রচন্ড ঠান্ডার কারনে সেখানে মারা পড়ে লাখ লাখ মাছ। জানা গিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জলধারাটিতে ওই মাছ গুলো চাষ করা হয়েছিল। হ্রদটিতে প্রায় ছয় লাখ মাছ ছিল যার মধ্যে ৫০ টনেরো বেশি মাছ মারা গিয়েছে।
বিজ্ঞানিরা বলেছেন, সিব্রিম (Sibrim) প্রজাতির যে মাছ গুলো মারা গিয়েছে তাঁরা চার ডিগ্রী সেলসিয়াসের নিচে কখনোও বাঁচতে পারে না। এবং তার সাথে থার্মাল শকের কারণেই এই বিপদ ঘটে।
দেশটির মৎস্য বিভাগ বলছে, এই এলাকাতে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে। মাছ গুলো ৪ ডিগ্রী সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না আমারা তা জানি। এবং হঠাৎ করেই এই এলাকায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়! তুষারপাত শুরু হতে থাকে চারিদিকে। আমারা মাছ গুলোকে অন্য লেকে ছাড়ারও সু্যোগ পাইনি।
জানা গিয়েছে গত সপ্তাহ থেকে গ্ৰিসের রাজনীতির বিভিন্ন জায়গাতে প্রবল তুষারপাত ঘটে। বিপন্ন হয়ে যায় যাতায়াত ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক আনতে চালানো হয় অভিযান। নামানো হয় সেনাবাহিনীও।
আরো পড়ুনঃ ৫৫৮ টাকা দিয়ে কেনা চেয়ার বিক্রি হল ১৮ লক্ষ টাকায়