নিউজ ডেস্কঃ গানের শব্দে ৬৩ মুরগির মৃত্যু! মামলা গড়ালো থানায়
চিত্রঃসংগৃহীত। |
বিস্তারিতঃ ওড়িশা রাজ্যে ৬৩ টি মুরগীর মৃত্যুর ঘটনা এখন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে। গত ১৪ তারিখ ওড়িশার একটি পোল্ট্রি খামারের পাশে ডিজে গান বাজানোর কারনে ৬৩ টি মুরগীর মৃত্যু ঘটে দাবি খামার মালিকের। এবং এজন্য থানায় মামলাও করেন তিনি।
খামার মালিক রনজিৎ কুমার জানান, ওই দিন একটি বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজছিল। এবং সাথে আতশবাজি ও ব্যান্ড পার্টির আয়োজন ছিল। এবং তার শব্দেই মুরগি গুলো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
এবং একজন চিকিৎসক এই বিষয়ে তথ্য নিশ্চিন্ত করেছেন বলে জানা গিয়েছে।
এবং খামার মালিক রনজিৎ তার মুরগীর মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি তুলেছেন আয়োজন বিয়ে বাড়ির কাছে থেকে। কিন্তু বিয়ে বাড়ির পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় রনজিৎ পৌঁছে যান থানায়।
খামার মালিকের দাবি, ঘটনার সময় মুরগি গুলো আতঙ্কিত হয়ে পড়ায় তিনি মাইক অপারেটরকে বলেছেন গান একটু ধীরে বাজাতে। কারন পাখিগুলোর হৃদরোগের আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার কথায় কান দেয়নি কেউই। ফলে মুরগি গুলো মারা যায়।
এবং এই বিষয়ে প্রাণি গবেষক সুকান্ত মিশ্র তিনি জানান, মুরগীর জীবন চলে দিনের আলো এবং রাতের আঁধারকে কেন্দ্র করে। অর্থাৎ সার্কাডিয়ান (Circadian) ছন্দে। তাই হঠাৎই উত্তেজনা বা উচ্চ শব্দের চাপ তৈরি হওয়ায় মুরগী গুলো মারা যায়।
তবে জানা যায়, শেষ পর্যায়ে দু’পক্ষই গোটা ঘটনায় সামঝোতায় পৌঁছতে পেরেছে। এবং খামার মালিক রনজিৎ তার অভিযোগ থানা থেকে তুলে নিয়েছে।
আরো পড়ুনঃ মলত্যাগ না করে এটিকে দান করে দিন, উপকার হবে অনেকের। বলেছেন বিজ্ঞানীরা