Cheating: গরুকে ধোঁকা দিয়ে কামাচ্ছেন আরো বেশি টাকা।
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ নিয়মিত যেটুকু দুধ পাবার কথা সেটুকু দুধ পাচ্ছিলেন না খামারি। অবশেষে রাশিয়ার (Russia) এক নতুন পন্থার সাহায্য নিলেন তিনি। নিজের গরুকে পরালেন ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির তৈরি গগলস অর্থাৎ ভিআর (VR) তার সাহায্যই গরুকে ধোঁকা দিয়ে পাচ্ছেন আরো বেশি দুধ।
সুত্রঃ অনুযায়ী, তুরস্কের (Turkey) ওই ব্যবসায়ী ২০১৮ সালে গরুর খামারটি শুরু করেছিলেন। কিন্তু এতে লাভ হচ্ছিল না তার! গরুকে নানান পুষ্টিকর খাবার খাওয়ানোর সত্বেও বেশি দুধ পাচ্ছিলেন না তিনি। তাই বাধ্য হয়েই এই নতুন পন্থাকে অবলম্বন করলেন তিনি।
ভিআর (VR) অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি গগলস। যার সাহায্যে গরু তার সামনে দেখতে পায় হাজারো সবুজ ঘাস। এবং তাতেই স্বাচ্ছন্দ অনুভব করে গরুগুলো। আর পাওয়া যায় আরো বেশি দুধ।
খামারি বলেন, গরুগুলোকে ওই গগলস পড়ালে তারা মনে করে কোন একটা ফাঁকা আর খোলা জায়গায় রয়েছে তারা। চারিদিকে শুধু তৃণভূমি আর ছোট ছোট ঘাস দেখতে পায় গরুগুলো। খামারি বলেন, এই নতুন উপায়ে তিনি আগের চেয়েও আরো বেশি দুধ পাচ্ছেন। আগে ২২ লিটার দুধ পেতেন আর এখন ২৭ লিটার পাচ্ছেন। এতে বেশ ভালোই আয় করছেন তিনি।
আরো পড়ুনঃ ফোন হারিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ!