Thursday, December 7, 2023

খেলা দেখতে এসে মৃত ৮ জন!

 Africa: খেলা দেখতে এসে মৃত ৮ জন!

8-people-came-to-watch-the-game-and-died
চিত্রঃ সংবাদ মাধ্যম।

বিস্তারিতঃ   খেলা উপভোগ করতে এসে  একেবারে পদদলিত হয়ে  ৮ জন ফুটবল প্রেমীর মৃত্যু ঘটেছে। সোমবার ২৮ জানুয়ারী (January)  আফ্রিকার কাপ অফ দ্যা নেশন লিগের একটি ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়েছিল।

BBC-র রিপোর্ট অনুযায়ী, ফুটবল প্রেমীরা খেলা দেখতে এসে তাড়াহুড়ো করে স্টেডিয়ামে প্রবেশ করে! ঠিক তখনি ওই স্টেডিয়ামটি আচমকাই ভেঙে পড়ে যায়। এবং এতে করে প্রাণ হারায় ৮ জন ফুটবল প্রেমী।

রিপোর্টে উল্লেখিত, ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডার  ওলেম্ব (Younder Olemb)  নামক ওই স্টেডিয়াম টিতে দর্শকদের ধারন ক্ষমতা ছিল ৬০ হাজার। কিন্তু  ৫০ হাজার দর্শকের স্টেডিয়ামে পৌঁছতেই তাদের ধাক্কাধাক্কিতে  এটি ভেঙে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই মারা যায় ৮ জন দর্শক সহ আহত হয় বহু ফুটবল প্রেমী।

আরো পড়ুনঃ Instagram ব্যবহার করেন? তাহলে এবার আপনাকে গুনতে হবে টাকা, জানালো কর্তৃপক্ষ

আপনার জন্য
WhatsApp Logo