Thursday, December 7, 2023

ঋণের আবেদন খারিজ করায় Bank এ আগুন গ্রাহকের!

 আন্তর্জাতিকঃ ঋণের আবেদন খারিজ করায় Bank এ আগুন  গ্রাহকের!

চিত্রঃ সংগৃহীত।

বিস্তারিতঃ  ঋণের জন্য ব্যাংকে গিয়ে ব্যাংক ঋণের আবেদন খারিজ করায় ব্যাংকেই আগুন লাগিয়ে দিলেন এক যুবক।

ঘটনাটি ঘটেছে কর্নাটকে। এই ঘটনায় হাভেলি জেলার কানাডা ব্যাংকের একটি শাখায় প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে শনিবার কর্নাটকের একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকের গ্রামীন শাখায় ৩৩ বছরের এক যুবক ঋণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু ব্যাংক তার আবেদনটি খারিজ করে দেয়। তাই প্রতিশোধ নিতেই যুবকটি এই কাজ করেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঋণ পাবার জন্য একটি বিশেষ শর্ত পূরণ করতে পারছিলেন না ওই ব্যক্তি। তাই তাকে ঋণ দেওয়া সম্ভব হয়নি। কর্তৃপক্ষ আরো বলেন,  উক্ত গ্রাহকের সিবিল স্কোর কম থাকায় তার আবেদনটি খারিজ করা হয়েছে। এবং এই বিষয়ে  ওই গ্রাহককে অবগতও করা হয়েছিল বলে জানা গিয়েছে।

কিন্তু যুবকটি এই বিষয়ে মানতে চাননি। ফলে শনিবার গভীর রাতে যুবকটি ব্যাংকে এসে জানালা ভেঙ্গে ভিতরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এবং পুড়ে যায় ব্যাংকের বেশ কয়েকটি কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ নথি।

এবং এই ঘটনায় পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে যুবকটির নাম ওয়াসিম হজরত সাব মোল্লা। পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে সে এখন  হেফাজতে রয়েছে।

আরো পড়ুনঃ ব্যান্ডেজের নিচে লুকানো ৪৭ লক্ষ টাকার সোনা! রইলো সেই ভিডিও

আপনার জন্য
WhatsApp Logo