Tuesday, October 15, 2024

আলমারি গুছিয়ে মাসে আয় করেন ৫০ হাজার টাকা

 

বিস্তারিতঃ  ছোট বেলা থেকেই আলামারি গোছাতে ভালোবাসতেন ব্রিটেনে বসবাসরত এলা ম্যাকমহন নামে ১৯ বছর বয়সী এই যুবতী। আর এই আলমারি গুছিয়েই তিনি মাসে আয় করেন ৫০ হাজার টাকা।

দ্যা ওয়াল এর প্রতিবেদন অনুসারে, এলা ছোট বেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করতেন। নিজের ঘরের আলমারিটিকে তিনি সর্বদাই বেশ গুছিয়ে রাখতে। এবং তার এমন পরিষ্কার কাজ দেখে তিনি অন্যের আলমারিও গোছানোর কাজ পান। আস্তে আস্তে তার এই কাজ ছড়িয়ে পড়ে চারিদিকে।

এলা একটি সাক্ষাৎকারের বলেন, তিনি প্রথমে তার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের আলমারি গুছিয়ে দিতেন। এরপর তিনি অপরিচিত লোকের আলমারি গোছাতে শুরু করেন। এবং এতে করে মাসে তিনি আয় করেন ৫০-৬০ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এলা আরো বলেন, আমার ছোটবেলা থেকেই আলমারি গুছানোর খুব শখ। তাই লোকজন আমায় কাজ দিয়েছেন। ২০ হাজার টাকা থেকে কিছু টাকা নিজে কাছে রাখি পড়াশুনার জন্য। আর বাকি টাকা পাঠিয়ে দেই বাড়িতে। বলেন এলা।

জানা গেছে, আলমারি গোছানোর সময় পুরোনো পোশাক গরীব দুঃস্থদের দান করে দেন এলা। এলার অন্তত ২০ জন রেগুলার  কাস্টমার রয়েছে। যারা তাকে আলমারি গোছানোর জন্য ডাকেন। প্রতি ঘন্টায় এলার আয় হয় ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা।

আরো পড়ুনঃ মেয়ের বান্ধবীকে আপত্তিকর ছবি পাঠিয়ে গ্রেপ্তার বাবা 

আপনার জন্য
WhatsApp Logo