নিউজঃ সন্তানের মৃত্যুর প্রতিশোধে বাঁদর বাহিনীর হাতে খুন ২৫০ টি কুকুর ছানা
বাঁদরের হাতে কুকুর ছানা ছবি: আনন্দ বাজার পত্রিকা |
বিস্তারিতঃ মৃত্যুর প্রতিশোধ যে এতোটা ভয়ংকর আর নিষ্ঠুর প্রবন হতে পারে, আর সেই প্রতিশোধের আগুনে যদি একদল বাঁদর জ্বলতে থাকে এবং তার ফলস্বরূপ কি ঘটতে পারে সেটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহারাষ্ট্রের (Maharashtra) বীর জেলা তথা মজলগাও (Majalgaon) এর বাসিন্দারা।
এলাকাবাসীদের দাবি, মাস কয়েক আগে এলাকাতে একটি বাঁদরের বাচ্চাকে কয়েকটি কুকুর মিলে মেরে ফেলায় এলাকাতে বাঁদরের একটি দল দাপিয়ে বেড়াচ্ছিল। এবং ক্ষিপ্ত বাঁদর বাহিনীর দলবল মূলত এলাকাতে কুকুর ছানা দেখতে পেলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গায় থেকে ফেলে দিয়ে কুকুরের বাচ্চা গুলোকে হত্যা করতো। গ্রামবাসীরা মূলত জানায় বাঁদর বাহিনীর দলবল এখন পর্যন্ত প্রায় ২৫০ টিরও বেশি কুকুর ছানাকে হত্যা করেছে।
আপনাদের জানিয়ে রাখি, মজলগাও থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত লাভুল (Lavul) গ্ৰাম নামে একটি এলাকাতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ বসবাস করতো। কিন্তু বর্তমানে সেখানে বাঁদরের উৎপাতে একটি কুকুর ছানাও বেঁচে নেই! এক এক করে সব কটি কুকুরের বাচ্চাকে হত্যা করেছে বাঁদর বাহিনীর দলবল।
শুধু তাই নয়! বাঁদর বাহিনীর তাণ্ডবে গ্রামবাসীরা বনদফতরের অভিযোগ জানালে বনদফতরের কর্মীরা গ্ৰামে এসে পৌঁছালেও তার একটিও বাঁদরকে ধরতে পারে নি! বরং উল্টো বাঁদর বাহিনীর দলবল এলাকা তে কুকুর ছানা তুলে নিয়ে যাবার সময় কিছু গ্ৰামবাসীরা বাঁদরের হাত থেকে কুকুর ছানাকে বাঁচাতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে আহত হন বেশ কিছু গ্রামবাসী।
গ্ৰামবাসীদের আরো অভিযোগ! এলাকাতে কুকুর ছানা মেরেও শান্ত হয় ক্ষিপ্ত বাঁদরের দলবল, একটু সুযোগ পেলেই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের উপর হামলা চালাচ্ছে তারা। এবং এর সাথে গোটা এলাকা জুড়ে আতঙ্কের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন: বিড়াল ছানা ভেবে বাড়িতে চিতা বাঘের বাচ্চা তুলে আনেন এক ব্যক্তি