নিউজঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো লুধিয়ানা আদালত।
বিস্ফোরণের জেরে আদালতের বাইরের দেওয়ালে ফাটল |
বিস্তারিতঃ বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো লুধিয়ানা (Ludhiana) আদালত। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে যার জেরে আদালতের বাইরের দেওয়ালে ফাটল পর্যন্ত দেখা দেয়। এমনকি এই বিস্ফোরণের জেরে আপাতত ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এবং তার সাথে গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
আদালতে কর্মরত এক আইনজীবী জানান, বিস্ফোরণের তীব্রতা এতোটাই জোরালো ছিল যে বিস্ফোরণের শব্দ শুনে কি হয়েছে তা দেখার জন্য আদালতের বাইরে শতাধিক মানুষের ভিড় জমে যায়।
আনন্দবাজারের রিপোর্ট অনুসারে, আদালতের ৩ তলায় অবস্থিত একটি শৌচাগারে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এবং এই বিস্ফোরণের জেরে আদালতের ভেতর থেকে গমগম করে কালো ধোঁয়া বের হতে থাকে।
ঘটনাস্থলে তড়িঘড়ি দমকল কর্মী, বোমস্কোয়াড এবং লুধিয়ানা (Ludhiana) থানার পুলিশ এসে পৌঁছালে পুরো আদালত চত্বর খালি করে দেয় পুলিশ (Police) তবে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।
তবে বিস্ফোরণের তীব্রতা দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আদালতের ভিতরে IED ব্যবহারের ফলেই এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ গোটা ঘটনায় জানায়, আদালতের ভিতরে IED নিয়ে কে বা কারা প্রবেশ করেছিলো সেটা জানতে আদালত চত্বরে থাকা CCTV ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
পুলিশ আরো জানায়, তীব্র এই বিস্ফোরণের ফলে আদালতের দেওয়াল ভেঙে পড়াতে সেই দেওয়ালের তলায় চাপা পড়ে এক মহিলা অফিসার। এবং ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণের জেরে পুরো আদালত চত্বর ধোঁয়ায় আবদ্ধ হয়ে যায়। কোটরুমের ভেতর থেকে আইনজীবীরা দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু তাড়াহুড়োতে আদালতের ভেতর থেকে বেরিয়ে আসতে গিয়ে একজন আইনজীবী সেখানে আহত হয়ে পড়েন। এবং বাকিরা ঘটনাস্থলে আতঙ্কিত পরিবেশের কারণে ৩ জন আইনজীবী আরো অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে এই বিষয়ে তদন্ত চালাচ্ছে লুধিয়ানা (Ludhiana) থানার পুলিশ।