নিউজঃ বোনের পরকীয়ার জেরে দাদার হাতে কাকাতো ভাই খুন।
ছবি:সংগৃহীত |
বিস্তারিতঃ নয়ডা’র’ (UP) ফতেহপুরে বসবাসরত রাজু তার নাবালিকা কাকাতো বোনের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে নাবালিকা মেয়েটির ভাই সুনিল শেট্টি ও গৌর শেট্টি মিলে তারই কাকাতো ভাই রাজুকে হত্যার করে।
এমনকি প্রকৃত দুই ভাই সুনিল ও গৌর তাদের কাকাতো ভাইয়ের সঙ্গে নিজের বোনের আলিঙ্গন ছবি দেখে ফেলায় ক্ষুব্ধ হয়ে সুনীল ও গৌর মিলে নিজেদের বোনকে হত্যা করার চেষ্টা করলে সৌভাগ্য বসত নাবালিকা মেয়েটি কোন ক্রমে প্রাণে বেঁচে যায়। তবে এই ঘটনায় গুরুতর আহত হয় মেয়েটি। এবং পরে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
গোটা ঘটনায় পুলিশ (Police) জানায়, অভিযুক্ত দুই ভাই সুনীল ও গৌর ওরফে অনিলকে তারই কাকাতো ভাইকে হত্যার অপরাধে মঙ্গলবার আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্ত দুই ভাইকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
এবং এই গোটা ঘটনায় ডেপুটি চিফ পুলিশ কমিশনার অমিত কুমার সিং (Amit Kumar Singh) জানিয়েছেন ,অভিযুক্ত দুই ভাই অর্থাৎ সুনীল ও গৌরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, সুনীল মূলত একটি ফার্ম (Firm) এ কর্মরত অবস্থায় সে তার ছোট বোন ও তারই কাকাতো ভাই অর্থাৎ রাজুকে একটি গাড়ি করে ফতেহপুরের (Fatehpur) নির্জন একটি জঙ্গলের দিকে যেতে দেখে। তখন সুযোগ বুঝে সুনীল ও গৌর তাদের পিছু পিছু সেই জঙ্গলে পৌঁছলে সুনীল দেখতে পায় তার ছোট বোন ও রাজু মিলে অন্তরঙ্গ অবস্থাতে রয়েছে। তাই ক্ষিপ্ত হয়ে সুনীল তার নিজের ভাই গৌরের সঙ্গ দিয়ে ইট ও লাঠি দিয়ে পিছন থেকে হামলা চালায় তাদের উপর। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর এবং গুরুতর আহত হয় তাদের ছোট বোন।
পুলিশ চিপ ডেপুটি কমিশনার আরো বলেন, অভিযুক্তরা হত্যার পর সারাদিন ফতেহপুরের সুরুজপুর (Surujpur) জঙ্গলে লুকিয়ে ছিল।
এবং সন্ধ্যাবেলায় পরিস্থিতি বুঝে অভিযুক্ত দুই ভাই রাজুর তার বোনের মরণো প্রায় দেহকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে ফতেহপুরের দিকে গাড়ি করে রওনা দেয়।
এই ঘটনায় মৃত রাজুর পরিবার জানান, এমন ঘটনায় তারা খুবই হতভাগ। তারা বলেন, আমারা কখনো ভাবতেই পারিনি আমাদের ছেলেরা এমন একটি কাজ করবে। দাবি পরিবারে।
তবে এই গোটা ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের উপর।