Thursday, December 7, 2023

বয়স ১৮ নয় এবার থেকে বয়ঃসন্ধি পার করলেই বিবাহ করতে পারবে মুসলিম মেয়েরা, জানালো আদালত

 নিউজঃ  বয়স ১৮ নয় এবার থেকে বয়ঃসন্ধি পার করলেই বিবাহ করতে পারবে মুসলিম মেয়েরা, জানালো আদালত।

চিত্র: সংগৃহীত

বিস্তারিতঃ  মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে যখন জল্পনা কল্পনা চলছে তারই মাঝে পাঞ্জাব (Panjab) এবং হারিয়ান (Haryana) আদালতের এক নতুন সিদ্ধান্ত,  বিয়ের বয়স (Age) ১৮ হওয়ার আগেই কোন মুসলিম মেয়ে যদি তার বয়ঃসন্ধি পার করে তাহলে সে অনায়াসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। মোট কথা বলতে গেলে, কোন মেয়ের এখন থেকে নাবালিকা থেকে সাবালিকা হওয়ার আর প্রয়োজন নেই। শুধু সে  বয়ঃসন্ধি পার করলেই হবে।

 ইতিমধ্যেই আদালতের এই নতুন নিয়মের বিষয়ে তৈরি হয়েছে নানান  তর্ক বিতর্ক।

সূত্রের খবর,  এক হিন্দু নাবালিকা মেয়ে এবং এক মুসলিম যুবকের বিয়ে সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতির এমন সিদ্ধান্ত। বিচারপতির দাবি, মুসলিম  ল-এ (Law) নাকি এই নিয়ম অনেক আগে থেকেই রয়েছে জানান বিচারপতি। 

আরো পড়ুনঃ বড়ো খবরঃ বড়দিনের রাতে বিপত্তি! সলমনকে কাটলো সাপ, ছোটাছুটি হসপিটালে 

বিচারপতি আরো বলেন, কোন মুসলিম মেয়ে যদি তার বয়ঃসন্ধি পার করে তাহলে সেই মেয়েটির বিবাহ সংক্রান্ত মামলায় কেউ কোন হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি মেয়েটির পরিবারও নয়।

জানা যায়,  কয়েকবছর আগে ১৭ বছরের এক মুসলিম মেয়ে তার হিন্দু প্রেমিককে বিবাহ করায় মুসলিম মেয়েটির পরিবার তাদের মেয়েকে সমাজে অবৈধ বলে চালনা করে।

 এবং এই বিষয় নিয়ে আদালতে মেয়েটি একটি পিটিশন (petition) দায়ের করলে এক বিচারক জানান, সমাজে সবারই মৌলিক অধিকার রয়েছে। কোন হিন্দু মেয়ে যদি কোন মুসলিম ছেলেকে বিয়ে করে বা কোন মুসলিম ছেলে যদি কোন হিন্দু মেয়েকে বিবাহ করে তা কোন ভাবেই অবৈধ বলে ঘোষণা করা যায় না। এটা সম্পূর্ণ অবৈধ। বিচারক আরো বলেন, আদালত এই বিষয়ে  চোখ বন্ধ করে থাকতে পারে না।

আরো পড়ুনঃ মুখ্যমন্ত্রীই আমাদের স্যান্টাক্লজ দাবি 

তাই এই প্রসঙ্গে বিচারপতি Principles of Mohammedan Law by Sir Dinshah নিতি মালাকে উল্লেখ করে বলেন, এই আইন অনুযায়ী ইসলাম ধর্মের যে কোন মেয়ে তার বয়ঃসন্ধি  পার করার সাথে সাথে সে বিবাহযোগ্য হয়ে যায়। তখন সে চাইলেই তার পছন্দ মতন যে কাউকে বিবাহ করতে পারে। 

জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার  (Central government) যখন মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ২১ এ আনার জন্য লোকসভায় বিল পাশ করা হল, তখন হারিয়ানা (Haryana)  আদালতের এমন রায় সত্যিই অযৌক্তিক। দাবি দেশের ওয়াকিবহাল মহলের।

আরো পড়ুনঃ সিগারেটের ধোঁয়ার থেকেও ভয়ঙ্কর ধূপের ধোঁয়া! জানাচ্ছেন গবেষকরা 

আপনার জন্য
WhatsApp Logo