নিউজঃ প্লাটফর্মে আবর্জনা ফেলার দায়ে এক ব্যক্তিকে উচিত শিক্ষা দিল এই যুবক! রইলো তার ভিডিও ফুটেজ
চিত্র: টুইটার |
বিস্তারিতঃ ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে মজার একটি ভিডিও (Video) যা দেখে আপনিও হয়তো হেসে লুটোপুটি খেয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে আছে একটি ট্রেন। আবার অপর দিকে বসে আছে অপেক্ষমান একটি যুবক। হতে পারে তিনি কারো জন্য অপেক্ষা করছেন। কোন সঙ্গি বা প্রিয়জনদের জন্য।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রেনের ভিতর থেকে এক ব্যক্তি তার হাতে থাকা খালি জলের বোতলটি প্লাটফর্মের (platform) উপর ছুড়ে ফেলেন। এবং সেটা দেখে ধীরে ধীরে বোতলটির দিকে এগিয়ে আসতে থাকে বসে থাকা সেই যুবকটি। এবং আস্তে করে যুবকটি ফেলে দেওয়া বোতলটি তার হাতে তুলে নিয়ে ট্রেনের (train) ভিতরে বসা ব্যক্তিটির দিকে ছুড়ে মারেন। কি হয়েছে তা বোঝার জন্য ট্রেনের ভিতর থেকে সেই ব্যক্তিটি জানালা দিয়ে বাইরে তাকালে তার আগেই যুবকটি সেখান থেকে চম্পট দেয়। তবে ট্রেনের ভিতরে বসা ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে, তিনি বেশ অবাকই হয়েছেন এই ঘটনায়। কি করে ফেলে দেওয়া বোতল পুনরায় আবারো তার কাছে ফিরে আসলো সেটাই ভাবছেন হয়তো তিনি। যদিও সেই যুবকটি এবং ব্যক্তিটির কি পরিচয় সেটা জানা এখনো সম্ভব হয়নি।
#SwachhBharat abhiyaan ko dil se lagane wale ka udaharan.
Swachhta sikhane ka tareeka.☺️☺️☺️😊😊@PMOIndia pic.twitter.com/Hk4qU00azj
— Rupin Sharma IPS (@rupin1992) December 25, 2021
ভিডিও টি সেয়ার (share) করেছেন রুপিন শর্মা (Rupin Sharma) নামে এক বনবিভাগের অফিসার। তিনি টার টুইটার অ্যাকাউন্ট (Twitter account) এবং এর সাথে প্রধানমন্ত্রীকে (prime minister) ট্যাগ করে লিখেছেন, ইনি হলেন একমাত্র সেই ব্যক্তি যিনি স্বচ্ছ ভারত মিশনকে মন থেকে গ্রহণ করেছেন। এবং তার থেকে পরিছন্নতা শেখার উপায়।। তার সেয়ার (share) করা ভিডিওটি ইতিমধ্যেই ৩ হাজারের বেশি লোক দেখেছেন। এবং ভিডিওটিতে লাইক (Like) পড়েছে ৩৩৩ টি। ভিডিওটি দেখে কেউ কেউ তো আবার সেই যুবকটির প্রশংসাও করছেন।
আরো পড়ুনঃ দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি বাচপান কা প্যায়ার খ্যাতনামা গায়ক