News: টিকা না নিয়ে অফিসে আসলে বেতন বন্ধ: গুগলের CEO সুন্দর পিচাই।
বিস্তারিত: সম্প্রতি করোনা ভাইরাসের নতুন রুপ তথা ওমিক্রণের (omicron) বাড়বাড়ন্ত দেখে গুগলের( Google) সিইও (CEO) তথা সুন্দর পিচাই (Sundar pichai) গুগলের কর্মচারীদের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করে বলেন, যেসব কর্মচারীরা করোনা ভাইরাসের বিধি নিষেধ কিংবা কোরোনার টিকা না নিয়ে অফিসে আসবে তাদের পুরো মাসের বেতন কটা যাবে। শুধু তাই নয় করোনার বিধি নিষেধ কিংবা টিকা না নিয়ে অফিসে আসলে চাকরি পর্যন্ত হারাতে পারে কর্মচারীরা।
সোমবার গুগল (Google) অফিসের অভ্যন্তরে একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করে সুন্দর পিচাই জানান,, সমস্ত কর্মচারীদের ১৬ ই ডিসেম্বর (December) থেকে ৩১ ই ডিসেম্বর (December) পর্যন্ত সময় সীমা বেঁধে দেওয়া হল। এই সময়সীমার মধ্যে কর্মচারীদের করোনা সংক্রান্ত নথিপত্র নিয়ে অফিসে আসতে বলা হচ্ছে গুগলের তরফ থেকে।
এছাড়াও গুগলের (Google) তরফে আরো জানানো হয়, যে সমস্ত কর্মচারীরা করোনার বিধিনিষেধ অমান্য করবে সেই সমস্ত কর্মচারীদের ৬০ দিনের জন্য লম্বা একটি ছুটিতে পাঠানো হবে। এবং তার সাথে আরো ২ মাস বেতন হীন চাকরি করতে হবে করোনার বিধিনিষেধ অমান্যকারী কর্মচারীদের।
আরো পড়ুন: সোশ্যাল মিডিয়ায় হা হা রিয়াক্ট দেওয়ায় প্রতিবেশীর হাতে বেধড়ক মার খেল যুবক
আপনাদের জানিয়ে রাখি ইতি মধ্যেই করোনার নতুন ভার্সন (variant) তথা ওমিক্রণ (omicron) ভারতবর্ষে তার বংশ বিস্তার ঘটিয়ে ফেলেছে। শুধু তাই নয় গোটা দেশে এখন পর্যন্ত প্রায় ওমিক্রণে সংক্রমণের ১২ টি নতুন কেস সামনে এসেছে। তার মধ্যে মহারাষ্ট্র ও কেরালায় ৪ টি। তেলেঙ্গানায় ও তামিলনাডুতে ২ টি, এবং পশ্চিমবঙ্গে ৭ বছরের একটি শিশু ওমিক্রণে সংক্রমণ হওয়ার খবর এসে পৌঁছেছে।
আরো পড়ুন: ঘুষের দায়ে সিবিআই এর’ হাতে গ্রেপ্তার ভারতীয় রেলের ১ আধিকারীক সহ আরো ৩ জন
আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প রিখটার স্কেলে মাত্রা ৭.৩