Thursday, December 7, 2023

টর্নেডোর ধ্বংসলীলায় অ্যামাজনের কারখানায় ধসে মৃত্যু ৬ জনের

 News: টর্নেডোর ধ্বংসলীলায় অ্যামাজনের কারখানায় ধসে মৃত্যু ৬ জনের।

বিস্তারিত:  যুক্তরাষ্ট্রের চলমান টর্নেডোর আঘাতের ফলে মার্কিন শহরের  অবস্থিত অ্যামাজনের (Amazon) একটি কারখানায় ধস নামার ফলে সেখানে কর্মরত ৬ জনের মৃত্যু ঘটে। এবং এরই সাথে ক্ষতিগ্রস্ত হয় এডোয়ার্ড ( Edward) ও ইলিয়ন (iliiono) শহরের পাশে অবস্থিত বেশ কিছু রাজ্যও।


এবং এই ঘটনায় ইলিয়ন  শহরের বর্তমান গভর্নর তথা জেম রবার্ট প্রিটকার (jam Robert pritzker) শনিবার তার একটি বিবৃতিতে বলেন। এডোয়ার্ড ও ইলিয়ন শহরে ঘটা দুর্ঘটনাটি খুবই দুঃখজনক! এখন পর্যন্ত কারখানাটির ভিতর থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা বর্তমানে  হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এবং এর সাথে ইলিয়ন শহরের দমকল বিভাগের তরফে জানানো হয় কারখানাটির দুই দিকে অর্থাৎ উভয় পাশে দেওয়াল থাকার কারনে কারখানাটির ছাঁদটি ধসে পড়ে! ও পুরো বিল্ডিং এর ছাদের ভরটি কেন্দ্রে এসে পড়ে।

দমকল বাহিনীর তরফে আরো জানানো হয় বিল্ডিং এর  দেওয়াল গুলো  মূলত ১১ ইঞ্চি পুরু  কংক্রিট দিয়ে তৈরি করা,এবং তার সাথে এগুলো প্রায় ৪০ ফুট উচ্চতা সম্পুর্ন। তাই প্রবল ওজনের জন্য বিল্ডিং টি দাঁড়িয়ে থাকতে না পেরে সবশেষে ধসে পড়ে যায়।



এবং এই ঘটনায় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)  শনিবার একটি  সাংবাদিক সম্মেলনে বলেন  এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছেন প্রায় ৪৫ জন। আহতদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইডেন  বলেন এই টর্নেডোটি এখন পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যের উপর দিয়ে তার মারাত্মক ধ্বংসলীলা চালিয়ে গেছে। 


বাইডেন বলেন আমেরিকার ইতিহাসে ঘটা সবথেকে মারাত্মক টর্নেডো  বিপর্যয় এটি। জো বাইডেন জানান  এখন পর্যন্ত যে সমস্ত রাজ্য গুলিতে এই টর্নেডো তার ধ্বংসলীলায় চালিয়ে গেছে সেই সমস্ত রাজ্য গুলিতে  ইতিমধ্যেই জরুরী অবস্থা জারি করা হয়েছে।





  










আপনার জন্য
WhatsApp Logo