আন্তর্জাতিকঃ চোর সন্দেহে নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে খুন করলেন বাবা!
চিত্রঃ সংগৃহীত । |
বিস্তারিতঃ চোর সন্দেহে খারাপ লোক ভেবে নিজের ১৬ বছরের কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহো (Wahoo) শহরে। গুলি করার মুহুর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে ঐ কিশোরী।
ঘটনায় পুলিশ জানায়, বুধবার (Wednesday) ভোর ৪:৩০ মিনিট নাগাদ পুলিশের (Police) কাছে একটি ইমারজেন্সি কল আসে! এবং তার ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিজের মেয়েকে ভুলবশত গুলি করার জন্য শোকে পাথর হয়ে মেয়ের মৃতদের কাছেই বসে থাকেন বাবা।
পুলিশ আরো জানায়, ভোরবেলা ৪:৩০ মিনিট নাগাদ তাদের কাছে একটি ইমারজেন্সি (Emergency) কল আসে। এবং সেখানে এক মা জানান তার মেয়ে মারা গেছেন। খবর পেয়েই পুলিশ দৌড়ে যায় ঘটনাস্থলে। এবং সেখানে গিয়ে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় কিশোরীর নিথর দেহ পড়ে আছে গ্যারেজের মেঝেতে। আর তার পাশে বসেই পাগলের মতন চিৎকার করে কেঁদে চলেছে তার মা বাবা। তবে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে (Ambulance) করে পুলিশ কিশোরীকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সে মারা গিয়েছে।
পুলিশ জানায়, ভোরবেলায় কিশোরীর বাবা বাইরে থেকে শব্দ পেয়েছিলেন কেউ হয়তো চুপিসারে তার গ্যারেজের ভিতরে প্রবেশ করেছে। তাই চোর ভেবে নিজের মেয়েকেই গুলি করে বসেন বাবা। তিনি ভাবতেই পারেননি যে তার নিজেরই মেয়ে বাইরে থেকে ফিরছিলেন তখন।
আবার একই মাসে এই ওয়াহো (Wahoo) শহরে এর আগেও দুটি খুনের ঘটনা ঘটে। তার মধ্যে ৬ বছরের এবং ৯ বছরের দুটি শিশু ছিল।
জানিয়ে রাখি, মার্কিন মুলুকে খুনের ঘটনা কোন নতুন বিষয় নয়! এর আগেও চলতি বছরে ৪৪ হাজার জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। যার মধ্যে ১৫১৭ জন ছিল নাবালক।
মার্কিন মুলুকে অস্ত্র আইন নিয়ে মামলা হলেও এর কোনো সুরাহা এখনো হয়নি। সরকারী তথ্য বলছে, গুলি চালানোর ঘটনায় ওয়াহো (Wahoo) শহর সবার শীর্ষে রয়েছে।
আরো পড়ুনঃ ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল!