কানপুরঃ কানপুরে ব্যাবসায়ীর বাড়িতে আয়কর হানা! আয়কর কর্মীরা গুনে শেষ করতে পারছেন না উদ্ধার হওয়া সেই টাকা।
আয়কর কর্মীদের টাকা গোনার মুহূর্তের চিত্র ছবি: টুইটার। |
বিস্তারিতঃ কানপুরে বসবাসরত পীষূয জৈন (Piyush Jain) নামে এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের কর্মীরা হানা দিয়ে ১৫০ কোটি টাকা উদ্ধার করেছে তারা। আয়কর বিভাগের টুইটার অ্যাকাউন্টে (Twitter account) পোস্ট করা একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে মাটিতে ছড়িয়ে রয়েছে বিশাল টাকার স্তুপ। আর সেই বিশাল টাকার স্তূপের উপর বসে রিতিমত টাকা গুনে যাচ্ছেন আয়কর বিভাগের কর্মীরা।
আবার অন্য দিকে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে পীষূযের (Piyush) আলমারি ও বাক্সের উপরেও রয়েছে প্রচুর টাকা। যদিও বাক্সে গুলো হলুদ কাপড়ে মোড়া রয়েছে।
আয়কর দপ্তর সূত্রের খবর, শুক্রবার (Friday) সকালে তারা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটি টাকা উদ্ধার করে। তবে টাকা গোনা এখনো সম্পুর্ন হয়নি জানান আয়কর দপ্তরের কর্মীরা। আয়কর বিভাগের সূত্র অনুযায়ী, পীষূযের কানপুর ছাড়াও মুম্বাইতে (Mumbai) আরো একটি অফিস রয়েছে। এবং সেখানেও আয়কর বিভাগের কর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।
আয়কর বিভাগের আধিকারিকরা জানান, কর ফাঁকি দেওয়া থেকে শুরু করে ঐ ব্যবসায়ী ভুয়ো ইন-ভয়েজ (invoice) দিয়ে জিনিস পত্র এখানে ওখানে পাঠাত। এমনি ভুয়ো কোম্পানির নামেও ইন-ভয়েজ (invoice) তৈরি করার অভিযোগ ছিল তার উপরে। এমনকি তার বাড়ি থেকে ৬০ হাজার টাকার ২০০ টি ভুয়ো ইন-ভয়েজ উদ্ধার করেছে আয়কর বিভাগ।
আনন্দ বাজার সূত্রের খবর, আয়কর কর্মীরা প্রথমে পীষৃয এর বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করে তারা। পীষূয মুম্বাইতে (Mumbai) একটি শো-রুমের মালিক। তাছাড়াও তার কল সেন্টার থেকে শুরু করে একটি পেট্রোল পাম্পও রয়েছে। আয়কর কর্মীদের যৌথ অভিযানে মূলত পীষুযের এর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
আরো পড়ুন: মৃত্যুর মুখ থেকে গ্রাহককে বাঁচিয়ে প্রশংসায় পঞ্চমুখী খাবার ডেলিভারি বয়