Thursday, December 7, 2023

কংগ্রেস শুধু খায় আর ঘুরে বেড়ায়,কোন কাজের না: মমতা

Politics: কংগ্রেস শুধু খায় আর ঘুরে বেড়ায়, কোন কাজের না! দাবি মমতার।

বিস্তারিত: এবার বিরোধী দলনেতা কংগ্রেসকে (Congress) তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ( Mamata Banerjee) বলেন কংগ্রেস কোন কাজেরই না। বিজেপিকে (Bhartiya Janata party) হারানোর জন্য আমরা একাই  যথেষ্ট। 

বুধবার মুম্বাইতে এনসিপি”র” (NCP)  প্রধান শারদ পাওয়ারের( Sharad Power) সাথে বৈঠকের পর এমনি একটি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী আরো বলেন কংগ্রেস শুধুমাত্র বিজেপির (BJP) টি-আর-পি(TRP) বাড়ানোর কাজ করে। সাথে মুখ্যমন্ত্রী এটাও বলেন কংগ্রেসের প্রতিনিধিত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সব সময় বিদেশে ঘুরতে চলে যায়! 

কংগ্রেসের উদ্দেশ্যে মমতা বলেন  আপনারা যদি এমনটি করেন তাহলে মানুষের প্রতি আপনাদের বিশ্বাস বজায় থাকবে কিভাবে? রাজনীতি এক বৃহৎ খেলা। এই খেলায় ক্রমাগত  আপনাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত হার না মেনে। কংগ্রেসকে তোপ মমতার।


মমতা কংগ্রেসকে কটাক্ষ করে আরো বলেন,, বিজেপিকে (BJP) একমাত্র তারাই হারাতে পারবে যারা সত্যিকারের রাজনীতি জানে। আর এই রাজনীতি দিয়েই আমারা পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়েছি।

মমতা কংগ্রেসকে কটাক্ষ করে আরো বলেন,, বিজেপিকে (BJP) একমাত্র তারাই হারাতে পারবে 

 যারা সত্যিকারের রাজনীতি জানে। আর এই রাজনীতি দিয়েই আমারা পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়েছি।


মমতা ব্যানার্জির মুম্বাইতে এনসিপির (NCP) সদস্যদের সাথে আলোচনা সভাতে বলেন, আমাদের এখন মূল সমস্যা হল বিজেপি। এখন আমাদের একটাই লক্ষ্য আর সেটা হল বিজেপিকে কেন্দ্র থেকে উপড়ে ফেলা। শুধু তাই নয় এনসিপি প্রধান শারদ পাওয়ারের ( Sharad Power) কে মমতা বলেন আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। ও ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্রে হারাতে হবে।


আরো পড়ুন: আফগানিস্তানের উদ্দেশ্যে যাওয়া ভারতীয় ট্রাক আটক, পাকিস্তানের


আপনার জন্য
WhatsApp Logo