নিউজ ডেক্স: বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছড়ানো হচ্ছে অশ্লীলতা দাবি শিক্ষক মহলের
সম্পতি ফেসবুক কিংবা ইউটউব খুলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের কিছু স্কুলের অদ্ভুত ও অশ্লীলতার ছবি। যেটা কিনা র্যাগ ডে নামে পরিচিত।
এখন থেকে ৩ দশক আগে যে সমস্ত পড়ুয়ারা কলেজ পাশ করে আরো উচ্চশিক্ষার আশায় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যেতেন, তাদের মধ্যে একটা আবেগ কাজ করতো নিজেদের পুরোনো কলেজ কে নিয়ে। তখন তারা মূলত এই র্যাগ ডে(Rag day) পালন করতো। বিভিন্ন খাওয়া দাওয়া ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদায় বেলা সম্পুর্ন হতো।
কিন্তু সম্প্রতি বাংলাদেশ কয়েকটি স্কুলগুলো থেকে এই র্যাগ-ডে র(rag day) নাম করে নানা অশ্লীলতা ছড়ানো হচ্ছে।
বিভিন্ন হিন্দি গান থেকে শুরু করে ইংলিশ গানেও নাচ করতে দেখা গেছে বহু কলেজ পড়ুয়া কে। এবং সাথে দেখা গিয়েছে নিজের জামাকাপড়ের নানা অশ্লীল শব্দ।
এই ঘটনায় বাংলাদেশ একাংশ শিক্ষক মহলের দাবি তারা এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন, কিভাবে কলেজে পড়ুয়ারা এই সমস্ত অশ্লীল কার্যকলাপ করার সাহস পেল। তারা আরো জানান এই সমস্ত কার্যকলাপে ছোট শ্রেণী ছাত্র-ছাত্রীদের উপরেও অনেক প্রভাব পড়েছে। তারাও অশ্লীল গানে নাচ করতে শুরু করেছে।এবং তার এটাও জানান কিছু শিক্ষক-শিক্ষিকা এমন আছেন যারাও এই অশ্লীল গানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নাচে অংশগ্রহণ করছেন।
এবং এটা সত্যি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই উদ্বেগজনক ঘটনা।