INDIA DAY 30
ফের আফগানিস্তানে জঙ্গি হামলা নিয়ত কমপক্ষে 25 জন।
ফের একবার আফগানিস্তানের রাজধানী কাবুলের এক বৃহত্তম আর্মি হসপিটালে হল ভয়াবহ জঙ্গি হামলা, এই হামলা কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো বহু মানুষ।
হামলার পর তালিবানের spokes person জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে গত রাতে ISIS গ্রুপের এর এক বন্দুক বাজ হসপিটালে ভিতরে প্রবেশ করে এবং সেখানে সে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে, এবং তৎক্ষণাৎ ২৫ জনের মৃত্যু ঘটে, এবং আহত হন আরো অনেকে, তবে মৃত্যু ও আহতদের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা বলে জানান তিনি।
কাবুল হসপিটালের বাইরের চিত্র।
হামলার পর তালিবানের spokes person জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে গত রাতে ISIS-k (খোরাসান) গ্রুপের এর এক বন্দুক বাজ হসপিটালে ভিতরে প্রবেশ করে এবং সেখানে সে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে, এবং তৎক্ষণাৎ ২৫ জনের মৃত্যু ঘটে, এবং আহত হন আরো অনেকে তবে মৃত্যু ও আহতদের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে বলে তিনি জানান।
কাবুল থেকে BBC র এক প্রতিনিধির প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে এই হামলা হওয়ার পর কাবুল হসপিটাল যেন এক ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছিল, চারিদিকে শুধু লাশ আর রক্ত।
কিন্তু এখানেই প্রশ্ন দাঁড়ায় আফগানিস্তানের এখন বর্তমান সরকার তালিবান, তালিবান আফগানিস্তানের পূর্ববর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁরা নিজেরা দেশ চালাচ্ছে তারা বিভিন্ন পদেও তাদের প্রতিনিধি ঘোষণা করেছেন। কিন্তু এতো নিরাপত্তা থাকার পরেও কি ভাবে ISIS-k ( খোরাসান) একটি আর্মি হসপিটালে হামলা চালাতে পারে।
তাহলে কি তালিবান সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে অক্ষম!