Friday, December 1, 2023

নেপালে গিয়ে বিপাকের মুখে রাম দেব-Bengali news

 নিউজ: নেপালে গিয়ে বিপাকের মুখে বাবা রাম দেব।


বিস্তারিত: বাবা রাম দেবের তৈরি পতাঞ্জলি পন্য গুলো মাঝে মাঝেই বিতর্কের সৃষ্টি করে। 

এবার বাবা রাম দেব নেপালে গিয়েও আরো একবার বিপদের সম্মুখীন হলেন। সংবাদ সূত্রের খবড় অনুযায়ী,বাবা রাম দেব মূলত  নেপালে তার দুটো  টিভি (TV) চ্যানেল (channel) যথাক্রমে আস্থা টিভি (TV) ও  পতঞ্জলি নেপাল টিভির (TV) উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন।

সেই অনুষ্ঠানে মূলত বাবা রাম দেব ছাড়াও নেপালে বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও ছিলেন।

এই অনুষ্ঠান চলাকালীন শের বাহাদুর বাবা রামদেবের জন্য একটি বিশেষ অফার দেন। তিনি ঘোষণা করেন আস্থা টিভি ও পতঞ্জলি নেপালের জন্য তিনি জমি দান করবেন,যাতে করে এই দুটি টিভি চ্যানেল নেপালে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে।


কিন্তু বিপত্তি তখনি ঘটে! যখন নেপালের টেলিভিশন সম্প্রচার সংস্থার চেয়ারম্যান গগন বাহাদুর বলেন বাইরের দেশের কোন টিভি(TV) চ্যানেলের(channel) জন্য আমার লাইসেন্স বা ছাড়পত্র প্রদান করবো না। তিনি বলেন এই ভাবে হঠাৎই অন্য দেশের কোন টিভি চ্যানেল সরাসরি জমি ক্রয় করে তাদের সম্প্রচার নেপালে শুরু করতে পারে না!এর জন্য মূলত অনেক আইনি প্রক্রিয়া রয়েছে,সর্বপ্রথম তাদেরকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।


কিন্তু প্রশ্ন এখানেই!যখন নেপালে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা নিজে দাঁড়িয়ে থেকে পতঞ্জলির দুটি চ্যানেলকে নেপালে তাদের সম্প্রচার চালু করার জন্য জমি দান করেছেন, তাহলে টেলিভিশন সংস্থান তরফ থেকে কেন বাঁধ দেওয়া হচ্ছে! তাহলে কি শের বাহাদুর দেউবা কোন কিছুর খোঁজ খবর না নিয়েই চ্যানেল দুটিকে সম্প্রচার চালু করার জন্য আদেশ দিয়েছেন।

ইতিমধ্যেই এই বিষয়ে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নেপালের সাধারণ জনগণের মধ্যে।






আপনার জন্য
WhatsApp Logo