আন্তর্জাতিক: উগান্ডায় ভয়াবহ জঙ্গি হামলা, নিয়ত কমপক্ষে ৬ জন।
ছিব: সংগৃহীত |
মঙ্গলবার উগান্ডার রাজধানীর কাম্পালাতে অবস্থিত একটি পুলিশ স্টেশনে এই ভয়াবহ জঙ্গি হামলা টি ঘটে। এবং তৎক্ষণাৎ মৃত্যু হয় ৬ জন পুলিসকর্মীর এবং আহত হন আরো ৩১ জনের মতো, এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় আসেপাশের বেশ কিছু এলাকাও।
পুলিশের মতে একজন আত্মঘাতী নিজের শরীরের বোম বেঁধে একটি বাইকে করে এসে সোজা পুলিশের স্টেশনের ভিতরে ঢুকে পরে, এবং সে তার সাথে থাকা বোমাটি সক্রিয় করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে।
বিবিসির নিউজ অনুসারে বিস্ফোরণ এতোটা তীব্র ছিল যে রাস্তার চারি পাশে শুধু মৃতদের শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং রাস্তাটি লাল রক্তে ভরা ছিল।শুধু তাই নয় পুলিশ আরো জানান মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
ছবি: সংগৃহীত |
এবং এই ঘটার পরে পুলিশ বেশ কিছু শহরের তল্লাশি অভিযান চালিয়ে আরো কিছু সক্রিয় বোমা উদ্ধার করে।
পুলিশের তরফে আরো জানানো হয়েছে হামলাকারীদের উদ্দেশ্যে ছিল আরো বৃহৎ আকারের কিছু করা, কিন্তু আরো বেশি কিছু ঘটার আগেই আমার তা সনাক্ত করে ফেলেছি।
তবে এই ঘটনা ঘটার কিছু ঘন্টা বাদেই ইসলামিক স্টেট ISIS(A) তার দায় স্বীকার করেছে।