Saturday, December 2, 2023

ইসলামাবাদে উদ্ধার ১৮ মেট্রিক টন গাজা

 নিউজ: ইসলামাবাদে উদ্ধার ১৮ মেট্রিক টন গাজা।

ছবি: সংগৃহীত

বিস্তারিত: গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ছোট শহর থেকে উদ্ধার হয়েছে ১৮ মেট্রিক টন গাজা সহ আরো অনেক মাদকদ্রব্য। এবং এই  তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের মাদক বাহিনী টিম এএন এফ(ANAF)

এএনএফ (ANAF) তরফ থেকে আরো জানানো হয় গত বুধবার তারা ১৮ মেট্রিক টন গাজা ও চরস সহ বেশ কিছু জনকে গ্রেফতার করে, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই গাজা ও চরস মূলত আফগানিস্তান থেকে ইসলামাবাদে তাঁরা পাচার করছিলো।

এএনএফ (ANAF) আরো জানান এই ১৮ মেট্রিক টন গাজা ও চরসের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫০ কোটি ডলার।

ছবি : সংগৃহীত 


যা কিনা অনেকটাই। এএনএফ (ANAF) মূলত বলেন আফগানিস্তানে তালিবানি শাসনের পর থেকে এই সমস্ত বেআইনি কার্যকলাপ অনেকে টাই বেড়ে গেছে পাকিস্তানে। এর আগেও মূলত আমার ১৮০ মেট্রিক টনের মতো মাদকদ্রব্য উদ্ধার করেছি! যদি এমনটাই চলতে থাকে এটা পাকিস্তানের পক্ষে বেশ চিন্তা জনক! কারন বেআইনি এই মাদক দ্রব্যর ফলে দেশে কালো টাকার লেনদেন অনেক বেড়ে যাচ্ছে।


আপনার জন্য
WhatsApp Logo