Friday, December 8, 2023

ইরাকে জঙ্গি হামলা নিহত ৫ কুর্দি সৈনিক-News

 আন্তর্জাতিক: ইরাকে জঙ্গি হামলা নিহত ৫ কুর্দি সৈনিক-News 

Stock image

বিস্তারিত: শনিবার উওর ইরাকের কুর্দিস্তানে একটি অঞ্চলে ISIS এর  সশস্ত্র বাহিনী ইরাক (Iraq) সৈনিকদের উপর হামলা চালায়। এই হামলায় নিহত হয় ৫ কুর্দি সৈনিক ও আহত হন আরো অনেকে,, এবং এই তথ্য নিশ্চিত করেছে কুর্দিস্তানের সরকার ও KRG 

 ঘটনাটি তখন ঘটে যখন কুর্দিস সৈনিক  কিছু আহত সৈনিক দের পেসমার্গের (Peshmerga) একটি কনভয়ে করে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনি রাস্তার পাশে থাকা বোমার আঘাতে ৫ জন সৈনিকের মৃত্যু ঘটে! এবং মৃত সৈনিক দের সাহায্যর জন্য ঘটনাস্থলে আরো কিছু সৈনিক অ্যাম্বুলেন্সে সহ সেখানে এসে পৌঁছালে তাদের উপরও ISIS জঙ্গিরা অত্যাধুনিক হাতিয়ার (বন্দুক) সহ তাদের উপর হামলা চালায়।



কিন্তু সৌভাগ্য বশত এই হামলায় কোন সৈনিক নিহত না হলেও আহত হয়েছে বেশ কিছু সৈনিক। এই হামলার পর মনে করা হচ্ছে যে জঙ্গিরা তাদের পরিকল্পনা মাফিক এই কাজ টি ঘটিয়েছে! প্রথমে বোমার আঘাতে ৫ জন সৈনিকের মৃত্যু ও পরে তাদের সাহায্যের জন্য  আসা বাকি সৈনিকদের উপরও হামলা। 

আরো পড়ুন: আফগানিস্তানে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা।


এই ঘটনার পর পেসমার্ক( Peshmerga) সরকার একটি বিবৃতি প্রকাশ করে বলেন পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আহত সৈনিক দের হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং নিয়ত সৈনিকদের প্রতি আমার  সমবেদনা জানাই। 

 এই ঘটনার পর পেসমার্ক( Peshmerga) সরকার একটি বিবৃতি জানিয়ে বলেন পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, আহত সৈনিক দের হসপিটালে ভর্তি করা হয়েছে এবং নিয়ত সৈনিকদের প্রতি সমবেদনা জানাই। 

তার সাথে এই হামলার পর কেআরজি (KRG) সভাপতি নেতিরভা বারজানি নিয়ত ও আহত সৈনিকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। সাথে তিনি আরো বলেন আইআইস তার নিষ্ঠুরতার সীমা ধীরে ধীরে অতিক্রম করছে। এর সাথে তিনি আরো বলেন হামলা কারীদের দমন করতে আমরা আরো কঠিন ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার জন্য
WhatsApp Logo