Wednesday, October 9, 2024

5 টি আপকামিং smartphone আসছে সেপ্টেম্বর ২০২০ তে

 ইন্ডিয়া ডে ৩০:

5 টি আপকামিং Smartphone যার লঞ্চের তারিখ হতে চলেছে এই বছরের সেপ্টেম্বরে। চলুন তবে আমরা আপনাদের জানিয়ে দেই 5 টি আপকামিং Smartphone গুলোর price, specification ও তাদের লঞ্চের তারিখ।



WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Realme v5


Realme v5:

Realme v5 এই  স্মার্টফোনটি  স্পিসিফিকেশন হিসাবে আলোচনা করলে এই স্মার্টফোনটি থাকছে  অ্যান্ড্রয়েড 10 (Q)  প্রসেসর থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি- 800। RAM থাকছে 6GB। ডিসপ্লে কথা বললে  এখানে পাওয়া যাচ্ছে 6.2 ইঞ্চি FHD ডিসপ্লে ( screen: IPS LCD) ক্যামেরা কথা বললে  থাকছে 4 টি রিয়াল ক্যামেরা যেটি কিনা 48 +8+ 2+ 2 মেগাপিক্সেলের আর ফ্রন্ট  ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের। স্টোরেজ হিসেবে থাকছে 12 জিবি ( ইন্টারনাল স্টোর) এবং 256 জিবি পর্যন্ত মেমোরি ধারনা করা যাবে। ব্যাটারির কথা বললে পাওয়া যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টেড। আসা করা হচ্ছে Realm v5 মোবাইলটির দাম  হতে পারে 16.000 টাকায়( INR)   এবং লঞ্চিং তারিখ হতে পারে 18 September 2020.

Samsung galaxy A51S


Samsung Galaxy A51S

Samsung Galaxy A51S  ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10(Q)।  RAM হিসাবে থাকছে 6 জিবি এবং প্রসেসর  Snapdragon 765G  ডিসপ্লের কথা বললে samsung galaxy A51S এ পাওয়া যাচ্ছে 6.6 ইঞ্চি Full HD display ( screen : Super AMOLED) এবং ফিঙ্গারপ্রিন্ট থাকেছে  ডিসপ্লেতেই (on screen)

এছাড়া ক্যামেরা হিসাবে থাকছে 4 টি রিয়াল ক্যামেরা যা কিনা 48+12+ 5 +5মেগাপিক্সেলের।  ফ্রন্ট ক্যামেরা থাকছে  32 মেগাপিক্সেলের। স্টোরিজ  হিসেব থাকছে 12 জিবি ইন্টারনাল স্টোরেজ  এবং এই স্মার্ট ফোনটিতে 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।  ব্যাটারি থাকেছ 4500  mAh এবং fast charging সাপোর্টেড।  এবং price এর কথা বললে samsung galaxy A51S ফোনটির দাম হতে পারে 28,000 টাকা (INR) এবং লঞ্চিং  ডেট হতে পারে 15 September 2020.

Honor 30 pro

Honor 30 Pro

Honor 30 pro মোবাইলটিতে থাকছে Android V10(Q) এবং RAM থাকছে 8GB এবং প্রসেসর হিসাবে থাকছে Hisilicon Kirin 990 5G  এবং Display থাকছে 6.7 ইঞ্চি FHD( screen : OLED)  এবং fingers Print থাকছে on screen. এবং ক্যামেরার কথা বললে থাকছে  triple Real Camera যা কিনা 40+16+8 megapixel. এবং Dual  front camera সাথে 32+8 megapixel. স্টোরেজ এর কথায় আসলে আপনি এই মোবাইলটিতে পাচ্ছেন 12GB ইন্টারনাল স্টোরেজ এবং 256GB  পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করে পারবেন, ব্যাটারি রয়েছে 400mAh এবং সাথে fast charging  এই স্মার্টফোনটি price ধার্য করা হয়েছে 40.000 টাকা (INR) লঞ্চিং ডেট  2 September 2020.

Xiaomi mi 10 pro

Xiaomi mi 10 Pro

Xiaomi mi 10pro  মোবাইলটিতে থাকছে  Android 10(Q) এবং  RAM হিসেবে রয়েছেন  8GB  ও প্রসেসর থাকছে Snapdragon 865। Display কথা বললে এতে পেয়ে যাচ্ছেন  6.67 ইঞ্চি  FHD display ( screen: AMOLED)  এবং Fingers Print রয়েছে ON Screen. ক্যামেরার কথায় আসলে Xiaomi mi 10 pro মোবাইলটিতে পেয়ে যাচ্ছেন  4 রিয়াল ক্যামেরা যা কিনা 108+ 8+12+20 মেগাপিক্সেল। এবং front camera থাকছে 20 মেগাপিক্সেলের এবার কথা বলা যাক স্টোরেজ এর বিষয়ে, মোবাইলটিতে স্টোরেজ হিসেবে পাচ্ছেন 256GB এবং এটিতে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। এবং fast charging সাপোর্টেড। ফোনটির দাম আসা করা হচ্ছে 50.000(INR) টাকা ও লঞ্চিং ডেট 24 September 2020

Huawei p40  pro plus

Huawei p40 pro plus

Huawei p40 pro plus মোবাইলটিতে আছে Android v10(Q ) RAM হিসাবে রয়েছে 8GB এবং প্রসেসর রয়েছে  Hisilicon Kirin 990 5G এবং display  থাকছে 6.6 ইঞ্চি FHD display এবং এটি screen টাইপ OLED ।  এছাড়াও ক্যামেরা হিসাবে থাকছে 5 টি রিয়াল ক্যামেরা 50+40+8+8++2 মেগাপিক্সেল এবং Dula front Camera সাথে 32+2 মেগাপিক্সেল।

এবার আসা যাক স্টোরেজের কথায়  512GB internal memory সাথে 256GB পযন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবং সাথে 4200mAh এর battery Fast charging সাপোর্টেড।

মোবাইলটির মার্কেট price ধার্য করা হয়েছে 110000 টাকা( INR) Huawei p40 pro plus লঞ্চিং ডেট হতে পারে 5 September 2020.

আপনার জন্য
WhatsApp Logo