Thursday, December 7, 2023

ভুয়ো পোস্ট করায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক ও টুইটার।

 India day 30

করোনা নিয়ে ভুয়ো পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট  ট্রাম্প, আর সেই নিয়েই বিপত্তিতে পড়লেন তিনি ও তার নির্বাচনী শিবির।

তিনি তার টুইটার অ্যাকাউন্টে  ও ফেসবুকের একাউন্টে একটি পোস্টে উল্লেখ করে বলেন বয়স্ক ব্যক্তিদের বাড়িতে থাকা উচিত কারন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নেই বললেই চলে, কিন্তু শিশুদের ইস্কুলে পাঠানো উচিত কারন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা  আনেক বেশি যা  এন্টিবায়োটিক হিসেবে কাজ করে।


এই পোস্টে নিয়েই সমালোচনায় ফেলে দিল তাকে, তার  ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট অস্থায়ী ভাবে ব্যান করেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।


টুইটারে মত অনুযায়ী ট্রাম্প যে পোস্টটি করেছেন সেটা করোনা ভাইরাস নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ  এবং তার এই পোস্টটি তথ্যের বিভ্রান্তি।
এবং তার টুইটার অ্যাকাউন্টটি ব্যান করা হল, এবং আমরা তার টুইটার পোস্ট টি মুছে দেওয়ার প্রক্রিয়ায় আছি, ট্রাম্প যদি নিজে থেকেই তার টুইটার একাউন্ট থেকে এই পোস্টটি মুছে না দেন তবে এই ব্যান আরো কিছুদিন জারি থাকবে।

ফেসবুক থেকে বলা হয়েছে ট্রাম্পে এই পোস্টটি ভুয়ো, এবং করোনা ভাইরাস নিয়ে এটি বিভ্রান্তিকর।
এবং এই পোস্টটি মুছে দেওয়ার প্রক্রিয়ায় আমরা আছি।

এর আগেও ট্রাম্পের করা একটি পোস্টে ফেসবুকে সমালোচনার মুখে ফেলে দিয়েছিল।
আমেরিকায় থাকা  কৃষ্ণাঙ্গ জজ ফ্লয়েডের  এক পুলিশ কর্মকর্তার হাতে মৃত্যুর পর ট্রাম্প ফেসবুক একটি পোস্টে বলেছিলেন চুরি বা লুটপাট যারা করবে তাদের গুলি করে মারা হবে। কিন্তু তখন এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ কিছুই জানায় নি, এবং ফেসবুকে তার পোস্ট নীতি লঙ্ঘন কিনা সেই বিষয়েও ফেসবুক পুরোপুরি চুপ ছিল।

এর পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফেসবুককে।
 
এর ফলে অনেক নামি দামী কম্পানি ফেসবুকে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছিল।।







পোস্ট এবাউট:

 এই পোস্টটি বিভিন্ন  বড়ো সংবাদমাধ্যমে  ও বিভিন্ন নিউজ পোর্টাল থেকে সঠিক তথ্য নিয়ে তুলে ধরা হয়েছে।
আমাদের এই নিউজ পোর্টাল টি কোনো একটি বিষয়ে দেশ ও বিষয়ে জাতিকে সমর্থন করে না। আমার সবসময়ই সত্যি কথা তুলে ধরার চেষ্টা করি, এবং এটাই আমাদের লক্ষ্য থাকবে। 
আমাদের নিউজ পোর্টালের পোস্ট গুলো ভালো লেগেছে থাকলে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে সেয়ার করবেন।


 Posted About:

This post has been highlighted with accurate information from various major media and various news portals.

Our news portal does not support the country and the nation on any issue. I always try to tell the truth, and that will be our goal.


If you like our news portal posts, you must share them on social media platforms.




আপনার জন্য
WhatsApp Logo