Thursday, December 7, 2023

ধার দেনা করে সৌদী আরবের ঋণ পরিশোধ করলো পাকিস্তান।

দিনকে দিন পাকিস্তানের অথনৈতিক পরিকাঠামো আরো দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু ইমরান  খানের তার দেশ নিয়ে কোনো চিন্তা নেই! সর্বদাই অন্যের দোষ গুণ গাইতে থাকেন।
পাকিস্তানে সবসময়ই  ভারতের সমালোচনা করে মুসলিম দেশ গুলোর সাথে সু সম্পর্কে রাখতে চায়,
ভারত সবসময়ই মুসলিম জাতির উপর নির্যাতন করে আসছে আর ইমরান খান তাদের বিপদে পাশে থাকতে চাইছে এটাই সবসময় ইমরান খানের মুখে শোনা যায়। 
 
কিন্তু যতোই পাকিস্তান  মুসলিম সম্প্রদায়ের উপর  সহানুভূতি দেখিয়ে মুসলিম দেশ গুলোর সমর্থন পেতে চাইছে ততই তার চেষ্টা পুরোপুরি ভাবে বিফলে যাচ্ছে।
 পাকিস্তানের এক সংবাদ মাধ্যম  দ্যা ডন পত্রিকার থেকে থেকে যানা গিয়েছে পাকিস্তানের সৌদী আরব থেকে দু-বছর আগে ৩০০ কোটি ডলার  টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধের সময় এলেও নানা অর্থনৈতিক টানা পোড়নের  জেরে ইমরান খান সেই টাকা পরিশোধের করতে পারছিলেন না। কিন্তু তার প্রতিবেশী দেশ চীন তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কিছু  টাকা ধার হিসাবে দিয়েছে। এবং সেখান থেকেই সৌদি আরবেকে ৩০০ কোটি ডলারের মধ্যে ১০০ কোটি ডলার পরিশোধ করেছে পাকিস্তান।
বিশেষজ্ঞদের দাবি  পাকিস্তানের ভবিষ্যত কালো অন্ধকারে ঢাকা।  সারা বিশ্বের মধ্যে সবথেকে খারাপ অর্থনৈতিক হিসাবে যদি কোনো দেশের নাম উঠে আসে তবে সেটা পাকিস্তানের নাম।  ইমরান খান যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুরো দুনিয়ার ভিতরে পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো একটি নজর করা দিক গড়বে।
কিন্তু ইমরান সেই প্রতিশ্রুতিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারন দেশের ভিতরে জঙ্গিবাদ প্রশ্রয় দিলে তার তো এমনি হবে। 
পাকিস্তান সবসময় চীনের ভরসায় বেঁচে থাকে,চীন যা বলে ইমরান খান সেই পথেই চলে।  আর কিছুই হলেই হাত পাতে চীনের কাছে।
পুরো দুনিয়ার কাছে এখন স্পষ্ট পাকিস্তান একটা অর্থনৈতিক  failure( ব্যর্থতা) দেশ হিসাবে পরিচিত।
পাকিস্তানের জনগণ ইমরান খানের এই ব্যর্থতা নিয়ে এবার প্রশ্ন করতে শুরু করেছে, নানা সমালোচনা শুরু হয়েছে নিজের দেশেই। 
পাকিস্তান সাথে ভারতের সম্পর্ক খারাপ হলেও ইমরান খানের থেকেই বেশি প্রশংসনীয় বার্তা পাচ্ছে নরেন্দ্র মোদী। একটি পাকিস্তানি মিডিয়ার লাইভ অনুষ্ঠানে বলতে দেখা গেছে, নরেন্দ্র মোদী মত এমন একজন প্রধানমন্ত্রী পাকিস্তানেও প্রয়োজন ছিল, ভারতে করোনা পরিস্থিতিতে নরেন্দ্র মোদী যে ভাবে তাদের জনগনের উত্সাহ বাড়িয়েছে সেটা সত্যি প্রকাশ করে বোঝানো যায় না। তারা আরো বলেন ইমরান খান সবসময়   ভারত বিরোধী প্রতিক্রিয়া দেখিয়েছ  এবং এতে তিনি নিজের দেশেই ক্ষতি ডেকে এনেছেন।
ইমরান খান কি করছে দেশের জন্য যা করেছেন তাতে আমার আরো দারিদ্রতার দিকে এক কদম এগিয়ে যাচ্ছি।

আপনার জন্য
WhatsApp Logo