India Day 30
5 ই আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও থাকছেন আরো VIP ব্যক্তিগণ।
কিন্তু অযোধ্যায় রাম মন্দির নির্মাণে পাকিস্তান একে বারেই খুশি নয়! নানা কৌশলে পাকিস্তান ভারত জঙ্গি হামলা ঘটিয়ে রাম মন্দিরের ভুমি পূজো বানচাল করে দিতে চাইছে।
২০১৯ সালে ৫ ই আগস্ট ভারত জম্মু-কাশ্মীর ৩৭০ ধারা রদ করে গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল ভারত তার আন্তরিক মামলায় কতটা সর্বসাপেক্ষ।
আর এই মামলা নিয়ে অভিযোগ জানাতে পাকিস্তান দৌড় দৌড়ে যেত আন্তজার্তিক আদালতে কাছে। কিন্তু তাতেও পাকিস্তানে মুখ পুড়েছিল।২০১৯ সালের ৫ ই আগস্ট ভারত বাসিদের জন্য কতটা আনন্দের মুহূর্ত ছিল সেটা বলাই বাহুল্য। ২০২০ সালে ৫ ই আগস্ট সেই রকম আরো একটি দিন ফিরে আসছে , প্রধানমন্ত্রী নিজে অযোধ্যার রাম মন্দির ভূমি পূজা করবেন। কিন্তু সেই রাম মন্দিরের ভুমি পুজোয় জঙ্গি হামলার খবড় পেয়েছে ভারতীয় গোয়েন্দাদের বিভাগ, আঁটোসাঁটো করা হয়েছে রাম মন্দির নিরাপত্তা। এক সাংবাদিক সম্মেলনে রাজিব প্রতাব খড়ি যিনি একজন BJP কর্মী, তিনি বলেন পাকিস্তান চাইলে সব করুক ,জঙ্গি হামলা ঘটাতে চাইলেই তার পালিত জঙ্গি রা সেখানেই মারা পড়বে। সীমান্তে আমাদের ভারতীয় বির সৈনিক রা কতো জঙ্গি মেরে ঢের করে ফেলেছে, আর এটা এমন কি নতুন বিষয়। অতএব তার কথা শুনে বোঝাই যাচ্ছে ভারত পুরো প্রস্তুত আছে যেকোনো জঙ্গি হামলা থেকে রাম মন্দির কে রক্ষা করতে।
আর রাম মন্দির টাকে রাখা হয়েছে রেড জোনে, সেখানে রয়েছে কড়া থেকে কড়া নিরাপত্তা।।