India Day 30
মোদী সরকারের সৌভাগ্য পরিকল্পনায় আলোয় আলোকিত হয়েছে কাশ্মীরের এই গ্রাম। -Eidদে এই উপহারের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় গ্রামবাসীরা।
ঘটনা টি ঘটেছে কাশ্মীরের শোপিয়ান জেলার দুনানি গ্ৰামে।
রাত পোহালেই ঈদ তাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের ছোয়া ছুয়ি। কিন্তু গ্ৰামে নেই কোন আলোর ব্যবস্থা! তাই যেন খুশির ঈদ হয়ে যাচ্ছিল নিরানন্দ!
কিন্তু মোদি সরকার সৌভাগ্য পরিকল্পনায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল বিদ্যুৎ,তাই খুশি হয়ে মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন কাশ্মীরের শোপিয়ান জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ জন।।